Skin Care Tips: বলিরেখা দূর করে উজ্জ্বল ত্বক পেতে ট্রাই করুন জবা ফুলের এই ফেস প্যাক, ফল পাবেন হাতেনাতে
বাজার চলতি অনেক কেমিক্যাল জাতীয় প্রসাধনী আমরা বহু অর্থ ব্যয় করে কিনে থাকি। কিন্তু সেগুলি আমাদের ত্বকের উপকারের বদলে অপকার করে বেশি। কেমিক্যাল জাতীয় প্রোডাক্টের পরিবর্তে যদি ভেষজ উপাদান দিয়ে ঘরোয়া উপায়ে তৈরি রেমিডি ব্যবহার করতে পারেন, তবে তা আপনার ত্বকে কোন ক্ষতি সাধন ছাড়া যথার্থ ফলাফল দেবে। এমন একটি ভেষজ উপাদান হলো জবা ফুল। জবা ফুল আমরা অনেকেই জানি চুলের জন্য উপযোগী। তবে আপনি কি জানেন এই জবাফুল ত্বকের জন্য সমানভাবে কার্যকরী।
চুলের পাশাপাশি ত্বকের জন্য জবা ফুলের উপকারিতার জুড়ি মেলা ভার। বলিরেখা দূর করতে ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে জবাফুল ভীষণভাবে কার্যকরী। এছাড়াও ব্রণ কমাতেও সাহায্য করে এই জবা ফুল। আর যেহেতু এটি সম্পূর্ণ একটি ভেষজ উপাদান, সেহেতু এটি আপনার ত্বকে কোনো রকম ক্ষতি সাধন করে না। তবে চলুন জেনে নিই কীভাবে ব্যবহার করবেন এই জবা ফুল।
ব্রণ দূর করতে – জবা ফুল ব্রণ দূর করতে সাহায্য করে। তবে এর জন্য আপনাকে বানাতে হবে জবা ফুলের একটি ফেসপ্যাক। যা তৈরি করতে লাগবে দুই চা-চামচ জবা ফুলের গুঁড়ো, এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ও 1 চা চামচ লেবুর রস।
কিভাবে বানাবেন – প্রথমে একটি পাত্রে জবা ফুলের গুঁড়ো ও অ্যালোভেরা জেল দিয়ে মিশিয়ে নিয়ে, তার মধ্যে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রনটিকে সারা মুখে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে, নরমাল জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন এই ফেসপ্যাকটি ব্যবহার করুন।
ত্বকের শুষ্কতা দূর করতে- শুষ্কতা দূর করতে জবা ফুলের গুঁড়োর সাথে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ও 1 টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। তারপরে মিশ্রনটিকে সারা মুখে লাগিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি শুষ্কতা দূর করতে খুব কার্যকর।
বলিরেখা দূর করতে – ত্বকের বলিরেখা দূর করতে জবা ফুল খুব উপযোগী। এরজন্য জবা ফুলের গুঁড়োর সাথে টক দই ও চন্দন মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এবং এটি সারা মুখে লাগিয়ে অন্তত 20 মিনিট রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। কিছুদিনের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
ফেসিয়াল অয়েল – ত্বকের যত্নে ফেসিয়াল অয়েল দিয়ে ম্যাসাজ করেন অনেকে। তবে সম্পূর্ণ অর্গানিক ভাবে এই জবাফুল দিয়েও আপনি ফেসিয়াল অয়েল তৈরি করতে পারেন । তার জন্য আপনাকে নারকেল তেলের মধ্যে জবা ফুলের পাপড়ি দিয়ে ফোটাতে হবে বেশ কিছুক্ষণ। তারপর ঠান্ডা করে একটি কন্টেনারে ভরে রেখে দিন এবং একদিন অন্তর একদিন আপনার মুখে ম্যাসাজ করুন। এটি আপনার ত্বকের উজ্জলতা আনবে।