লাইফস্টাইল

রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা, আজই বাড়িতে আনুন এই ৩টি গাছের শিকড়

ভাগ্য কি? ভাগ্য কি লিখিত? ভাগ্যে কি জীবনের সবকিছু পূর্ব নির্ধারিত! ভাগ্য নিয়ে মানুষের মধ্যে মতভেদ এবং তর্ক বিতর্ক বেশ পুরনো। তবে এ কথাও অস্বীকার করা যায় না অনেক সময় হাজার পরিশ্রম করলেও ফল মেলেনা। এক্ষেত্রে যে ভাগ্য কিছুটা প্রভাব বিস্তার করে তা বলার অপেক্ষা রাখে না। আর এই ভাগ্য নির্ভর করে অনেক সময় বাস্তুর ওপর। মূলত ঘরের উপস্থিত কিছু ত্রুটি মানুষকে সমস্যার সম্মুখীন করে। আবার কিছু বস্তু আপনার সৌভাগ্যের পথ প্রশস্ত করে। এই প্রতিবেদনে আজকে এমনই কয়েকটি উপায় প্রসঙ্গে বলবো যা আপনার আর্থিক, পারিবারিক বিভিন্ন সমস্যা দূর করবে।

সম্পদ প্রাপ্তি- বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়িতে কিছু বিশেষ গাছের মূল স্থাপন করলে আর্থিক উন্নতি ঘটে। এর মধ্যে একটি সহদেবী উদ্ভিদের শিকড়। নিয়ম অনুযায়ী একটি লাল কাপড়ে মুড়ে ঐ শিকড় হাতের উপর বেধে নিতে হবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি থেকে অভাব দূর হবে।

এছাড়াও তন্ত্রসিদ্ধ শ্বেত আপাং গাছের শিকড় সম্পদ আকর্ষণের জন্য শুভ বলে মনে করা হয়।
মন্ত্রসিদ্ধ শ্বেতার্ক অর্থাৎ সাদা আকন্দের শিকড় দিয়ে তৈরি গণেশ প্রতিমার পুজো করলে অনেক উপকার পাওয়া যায় জীবনে অনেক সমস্যা দূর হয়।

আবার এই গাছের শিকড়ের একটি টুকরো তাবিজে ভরে বাহুতে ধারণ করলে লক্ষ্মীর কৃপা পাওয়া যায় বলে ধারণা। একইভাবে বহেরার পাতাও অত্যন্ত শুভ বলে মানা হয়। এই গাছের পাতার বা শিকড় আলমারি কোষাগার বা অন্যান্য পবিত্র স্থানে রাখলে সম্পদ ও শস্য ভালোভাবে পাওয়া যায়। বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে।

আবার আপনি যদি ব্যবসায় লাভ করতে চান তাহলে বাস্তবিদরা বলছে হলুদ সরষের সাথে নিশিন্দা গাছ নিয়ে হলুদ কাপড়ের সাথে বেঁধে দোকানে দরজায় ঝুলিয়ে রাখার কথা।