লাইফস্টাইল

মঙ্গলবারে নিরামিষ খান, আমিষ খেলেই বিপদ!

মঙ্গলবার কোনও প্রাণীর হত্যা করলে তা অশুভ। এইদিন আমিষ খাওয়াও উচিত নয়।

Advertisement
Advertisement

আজ মঙ্গলবার। আর আজ হনুমানকে পুজো করার দিন। এই দিন কিছু জিনিস একদম করা উচিত নয়। যার মধ্যে রয়েছে কোনও প্রাণীর হত্যা করা। মঙ্গলবার কোনও প্রাণীর হত্যা করলে তা অশুভ। এইদিন আমিষ খাওয়াও উচিত নয়। আমিষ খেলে অনেক ক্ষতি হতে পারে।

আমিষ খেলে কি কি ক্ষতি হতে পারে, জেনে নেওয়া যাক-

১) এই বিশেষ দিনে আমিষ খাবার খেলে হনুমানজি বেজায় রুষ্ট হন। তাই অর্থনৈতিক সঙ্কট বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায় ৷

২) প্রতিদিন হনুমানজির পুজো করলে মনের জোর বাড়তে শুরু করে। আর তার সাথে বৃদ্ধি পায় আত্মবিশ্বাস। তাই ভগবানের আশীর্বাদ পেতে হলে আমিষ খাবার অবশ্যই ত্যাগ করতে হবে।

৩) হনুমানের আশীর্বাদ লাভ করলে পরিবারে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগে। কিন্তু মঙ্গলবার যদি কেউ মাছ-মাংস খান, তাহলে তাঁর পরিবারে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ এগিয়ে আসবে।

শ্রী হনুমানকে কিভাবে সন্তুষ্ট করা যায়, রইল সেই উপায়-

আজ হনুমানজির পুজো করার সময় একটা তুলসির মালা তাঁকে নিবেদন করতে হবে। সেই সঙ্গে একটা লাল পতাকা যাতে শ্রী রাম লেখা রয়েছে, তা ভগবানের সামনে রাখতে হবে। এছাড়া বজরংবলীর পুজোয় কমলা সিঁদুর, জেসমিন তেল আর লাল মিষ্টি অবশ্যই দেবেন ৷

Related Articles