Advertisements

নতুন বছরে ফিরে পাবেন আর্থিক উন্নতি, জ্যোতিষ মতে মেনে চলুন সামান্য এই নিয়মগুলি

Advertisements

আগামীকাল বাংলার নববর্ষের সূচনা..নতুন বছর মানেই নতুন আশা আকাঙ্ক্ষা। পুরনো দিন ভুলে নতুন করে শুরু করার পালা। অনেকেই আছেন যাদের হয়তো এই বছরটা তেমন ভালো কাটেনি, আর্থিক সমস্যায় ভুগেছেন তারাও নতুন বছরে নতুন করে সবকিছু শুরু করার কথা ভাবছেন।

জ্যোতিষশাস্ত্র এর মতে আমাদের জীবনে গ্রহ-নক্ষত্রের নানান অবস্থানের কারণে শুভ অশুভ প্রভাব পড়ে আমাদের জীবনে। এরকম কিছু রাশি রয়েছে যাদের অর্থভাগ্য আগামী বছরে পরিবর্তন হওয়ার যোগ আছে কিন্তু স্পষ্ট নয়। তাই নিজের আর্থিক সমস্যাকে কাটিয়ে উঠে বছরের প্রথমেই নিজের সৌভাগ্য নিয়ে আসুন। জ্যোতিষশাস্ত্রর কিছু নিয়ম মেনে সহজেই আর্থিক সমস্যা থেকে মুক্তি পান।

দেখে নিন জ্যোতিষশাস্ত্র মতে আর্থিক উন্নতির জন্য আপনার কি কি করা উচিত।

1) আপনার বাড়ির যে স্থানে সোনা বা টাকা রাখা থাকে সেখানে প্রতিটি শুভক্ষণে একটি লাল কাপড়ের মধ্যে কাচি হলুদ কড়ি বেধে সে স্থানে রেখে দিন। জ্যোতিষশাস্ত্র মতে এতে নেগেটিভ শক্তি দূরীভূত হয়।

2) আর্থিক উন্নতি চাইলে কর্মের সাথে ভাগ্যও চাই। তাই প্রতি বৃহস্পতিবার লক্ষীপুজো করে তুলসী তলায় দুধ ধালুন। এতে মা লক্ষীর কৃপা লাভ করবেন আপনি।

3) খেতে বসার আগে খাবারের কিছুটা অংশ পশুরা পাখিদের জন্য সরিয়ে রাখুন।

4) প্রত্যেকদিন ব্যবসার স্থানে বা বাড়িতে গণেশ লক্ষ্মীর পূজা করুন।

5) বছরে অন্তত একবার সম্ভব হলে ধনলাভ যজ্ঞ করান। মনে করা হয় প্রতি শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যজ্ঞ করলে ফলদায়ী হয়।

6) আলমারি ঘরের উত্তর দিকে রাখুন এতে আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে।

Related Articles