SBI গ্রাহকদের জন্য বড়সড় সুখবর ঘোষণা করল স্টেট ব্যাংক কর্তৃপক্ষ!

Advertisement

ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ভারতীয় স্টেট ব্যাংক। আজ বুধবার এই ব্যাংকের কোটি কোটি গ্রাহকদের জন্য বড়সড় সুসংবাদ ঘোষণা করলো স্টেট ব্যাংক কর্তৃপক্ষ। আজ বুধবার, স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে, স্টেট ব্যাংকে যাদের সেভিংস একাউন্ট রয়েছে তাদের একাউন্টে আর রাখতে হবে না নূন্যতম মান্থলি ব্যালান্স। আজ থেকেই কার্যকর এই নতুন নিয়ম।

Advertisements

স্টেট ব্যাংকের নিয়ম অনুযায়ী, মেট্রো স্টেশনগুলির সেভিংস একাউন্ট হোল্ডারদের একাউন্টে নূন্যতম ব্যালান্স রাখতে হয় ৩০০০ টাকা, শহরতলীর গ্রাহকদের ক্ষেত্রে ২০০০ এবং গগ্রামীন এলাকার গ্রাহকদের ক্ষেত্রে রাখতে হয় ১০০০ টাকা। সেভিংস একাউন্টে এই পরিমাণ টাকা না রাখলেই দিতে হত ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত জরিমানা। কিন্তু এবার এই চাপ থেকে মুক্তি পাবে স্টেট ব্যাংকের প্রায় ৪৪ কোটির বেশি গ্রাহক।

Advertisements

Related Articles