লাইফস্টাইল

আর্থিক সমস্যা কাটাতে ষষ্ঠীর দিন পুজো করুন মা লক্ষীর, মেনে চলুন এই নিয়মগুলি

এবার জেনে নেওয়া যাক-কিভাবে এই ষষ্ঠীর দিনে মা লক্ষীর আরাধনা করলে আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।

Advertisement
Advertisement

আজ মহা ষষ্ঠী। মা দুর্গার বোধনের দিন আজ। আর বার হিসাবে আজকে বৃহস্পতিবার। জোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার ষষ্ঠী তিথি পড়লে তা অত্যন্ত শুভ। এইদিন লক্ষী মায়ের আরাধনা করলে ধনসম্পদ বৃদ্ধি পায়। এবার জেনে নেওয়া যাক-কিভাবে এই ষষ্ঠীর দিনে মা লক্ষীর আরাধনা করলে আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।

আজ এই মহাষষ্ঠীর দিন বাড়িতে মা লক্ষীর মূর্তি থাকলে সেই মূর্তিতেই পুজো করতে পারেন। আর যদি কোনো বাস্তুভিটা বা বাড়িতে এই নিয়ম পালন করলে সংসারের আর্থিক উন্নতি ঘটে। সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে এবং সুখ-সমৃদ্ধিতে সংসার ভরে ওঠে।

আর এই আর্থিক সমস্যা মেটানোর জন্য বৃহস্পতিবারে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে প্রধান দরজার পাশে রেখে দিন। আর এই প্রদীপ সারারাত জ্বালিয়ে রাখুন। এটা করলে নেগেটিভ শক্তি আর প্রবেশ করতে পারবে না।

এছাড়া বাড়ির প্রধান দরজাতে সিঁদুরের ফোঁটা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন।

আর সকালে ঘরের ঠাকুরের পুজো দেবার সময় পঞ্চশস্য দিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে যেখানে টাকা রাখা হয়, সেখানে পরিষ্কার একটা কাপড়ে পুটলি করে বেঁধে রাখুন। প্রতি বছর একই তিথিতে এই কাপড় বদলে ফেলতে হবে। আর এই কাজ করলেই আর্থিক সমস্যা কাটিয়ে ওঠা যাবে।

Related Articles