Advertisements

Lic-র দুর্দান্ত পলিসি, মাত্র ১১ টাকা বিনিয়োগ করেই বড়সড় লাভ

Advertisements

দেবপ্রিয়া সরকার : LIC বা জীবন বীমা প্রতিটি মানুষের জীবনে একটা অর্থনৈতিক অবলম্বন। প্রত্যেকের জন্য এই বিমা অত্যন্ত জরুরী। এই বিমার অন্তর্গত অনেক ধরনের পলিসি আছে। এবার এক নতুন আকর্ষণীয় পলিসির ঘোষণা করা হলো ভারতীয় জীবন বিমা নিগমের পক্ষ থেকে। এই বিমান অনেক বেশি লাভ করতে পারবেন বিনিয়োগকারীরা।

LIC এর চেয়ারম্যান এম.এল কুমার এমনটাই ঘোষণা করেছেন সংবাদ সংস্থার মাধ্যমে। এই পলিসির জন্য তিনি দুটি নতুন ইউনিট চালু করেছেন। এই নতুন পলিসি গুলি হল (UIN 512L317V01) ও SIIP (UIN 512L334V01)৷ এই পলিসি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি অর্থাৎ নন পার্টিসিপেটিং ব্যক্তিগত জীবন বিমা৷ এই বিমায় ঠিক কত টাকা বিনিয়োগ করবেন তা বিনিয়োগকারীরা ধার্য করতে পারবেন৷

একই সঙ্গে অনলাইন ও অফলাইন বিনিয়োগ পদ্ধতি রয়েছে। এই পলিসির আওতায় আসতে বয়স সর্বনিম্ন ৯০ দিন ও সর্বোচ্চ ৬৫ বছর হতে হবে। এই পলিসিতে সামান্য পরিমাণ ঝুঁকি থাকলেও, লাভের গ্যারান্টিও থাকবে। ৫ বছর হওয়ার পরে শর্তসাপেক্ষে কিছু টাকা তোলার সুযোগও রয়েছে এই পলিসিতে।

Related Articles