লাইফস্টাইল

কিছুতেই টাকা বাঁচাতে পারছেন না? এই ৫টি টিপস মানলেই বাঁচবে অনেক টাকা

বর্তমান সময়ে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে সঞ্চয় করা। কারণ, অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে অনেকটাই টাকা খরচ হয়ে যায়। এই অবস্থায় যদি আগে থেকে সঞ্চয় করা না থাকে তাহলে ভীষণ সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের। যদিও পরিকল্পনা করে সঞ্চয় করা হয়ে ওঠে না অনেকেরই। তবে আমাদের জীবনে এমন ছোটো ছোটো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো এড়িয়ে চললে বেশ ভালোরকম টাকা জমিয়ে ফেলা সম্ভব। আজ আমরা সেগুলো সম্পর্কেই জেনে নেবো।

১. আমাদের অনেকের অভ্যাস রয়েছে প্রয়োজনের থেকে বেশি জামা-কাপড় কেনার। অনেক সময় একই জামা-কাপড় বারবার পরার ইচ্ছে না থাকায় নতুন জামা-কাপড় কিনে থাকেন অনেকে। তবে এই অভ্যাস পরিবর্তন করলে দেখবেন অনেকটা টাকা জমে গেছে।

২. বাইরের খাবার খেতে পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। রেস্তোরাঁয় গিয়ে খাবার খাওয়া হোক বা অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করা সবেতেই অনেক টাকা খরচ হয়ে যায়। এক্ষেত্রে আপনি বাড়িতে খাবার বানিয়ে খেতে পারেন বা মাসে একবার রেস্তোরাঁয় গিয়ে খাবার খেলে টাকা জমে যাবে।

৩. মানুষের জীবনের অন্যতম একটি পছন্দের বিষয় হলো মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখা। মাঝেমধ্যে সিনেমা দেখা যেতেই পারে তবে সেটি যেন বারবার না হয়ে যায়। কারণ, তাহলে অনেকটাই টাকা খরচ হয়।

৪. যাতায়াতের ক্ষেত্রে অনেকে ট্যাক্সি বা ক্যাব ব্যবহার করেন। এগুলো এড়িয়ে যদি গণপরিবহন ব্যবহার করা যায় তাহলে সাশ্রয় সম্ভব হয়।

৫. ব্যস্ততার মধ্যে অনেক সময় ঘরের আলো, পাখা নেভাতে ভুলে যান সাধারণ মানুষ। যার ফলে মাসের শেষে বিদ্যুৎ বিলে অনেক খরচ হয়ে যায়। এই অতিরিক্ত খরচ কমানোর জন্য একটু সচেতন থাকা দরকার।