লাইফস্টাইল

বাড়ি হবে লক্ষ্মীছাড়া, মনের ভুলেও ঘরের এই কোণে রাখবেন না ডাস্টবিন

মানুষের জীবনে সুখ-সমৃদ্ধি থাকবে কিনা তার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে বাস্তুশাস্ত্র। ঘরের কোথায় কোন জিনিস থাকবে এবং কোথায় কোন জিনিস রাখা যায় না সেসব নিয়েই মূলত আলোচনা করা হয় এই বিষয়টিতে। বিগত বহু বছর ধরেই প্রচলন রয়েছে বাস্তুশাস্ত্রের। কারণ, অনেক সময় দেখা গিয়েছে কিছু ভুল গৃহসজ্জার কারণে জীবনে মারাত্মক বিপদ নেমে আসে।

আজ আমরা সেরকমই জেনে নেবো বাড়ির কোথায় ডাস্টবিনে রাখা যায় আর কোথায় রাখা যায় না। কারণ, অনেকেই জানেন না এই ডাস্টবিন রাখার সঠিক নিয়ম সম্পর্কে। যার ফলে তাদের জীবনে নানান সমস্যা দেখা যায়। আসুন তাহলে জেনে নেওয়া যাক ডাস্টবিন রাখার সঠিক পদ্ধতিগুলি।

কোথায় ডাস্টবিন রাখবেন: সবসময় বাড়ির দক্ষিণ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে ডাস্টবিন রাখা উচিত। বাড়ির বাইরেও এ দুটি দিক করে ময়লা আবর্জনা রাখতে পারেন। এতে কোনো অসুবিধা হয় না।

যেখানে ডাস্টবিন রাখবেন না:

১. উত্তর-পূর্ব দিক: উত্তর-পূর্ব দিকটিকে শুভ দিক বলে মনে করা হয়। তাই এই দিকে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয়। কারণ, মনে করা হয় এই দিক দেবতার বসবাসের স্থান।

২. দরজার পাশে: বাড়ির প্রধান দরজা দিয়ে সাধারণত যাতায়াত করা হয়। তাই সেখান দিয়ে ঘরে লক্ষ্মীর আগমন ঘটে। এখানে নোংরা, ময়লা কখনোই ফেলা উচিত নয়।

৩. রাস্তার পাশে: রাস্তাকে সবসময় পরিষ্কার করে রাখার কথা বলা হয় বাস্তুশাস্ত্রে। তাই সেখানে কখনো নোংরা, আবর্জনা ফেলা উচিত নয়।

৪. ঠাকুরঘরের কাছাকাছি: ঠাকুরঘর বা মন্দিরের কাছাকাছি কখনো ডাস্টবিন রাখা উচিত নয়। এতে ঘোর বিপদ নেমে আসতে পারে বাড়িতে।