এইভাবে বাড়ির টবেই চাষ করুন আপেল, শিখে নিন পদ্ধতি

পশ্চিমবঙ্গের জলবায়ু আপেল চাষের জন্য উপযুক্ত নয়

Advertisement

ফলের মধ্যে অন্যতম সকলের পছন্দের ফল হল আপেল। তবে ভালোমানের বেশি মাত্রায় আপেলের চাষ লক্ষ্য করা যায় ভূস্বর্গ কাশ্মীরে। তবে যদি মন চায় কাশ্মীরের সেই সুস্বাদু আপেল নিজের বাড়ির ছাদে ফলাতে, সেক্ষেত্রে কি করবেন তাই নিয়েই আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আপনাদের জানাব কিভাবে নিজের বাড়িতে করবেন আপেল চাষ।

Advertisements

পশ্চিমবঙ্গের জলবায়ু আপেল চাষের জন্য উপযুক্ত নয়। আপেল চাষ শীতল জলবায়ুতে ভালোভাবে হয়ে থাকে। তবে আজ আপনাদের শেখাবো আপেল চাষের পদ্ধতি। যার ফলে আপনি নিজের বাড়ির টবেই সহজেই চাষ করতে পারবে আপেলের চাষ। চলুন তবে যেতে আর দেরি না করে জেনেনিই খুব সহজে বাড়িতে কিভাবে করবেন আপেল চাষ।

Advertisements

আপেল চাষের জন্য প্রয়োজনীয় উপাদান

আপেল চাষের জন্য যে ধরনের মাটির প্রয়োজন হয় পশ্চিমবঙ্গে মাটির ঠিক তেমন না হওয়ায় প্রথমেই আপনাকে আপেল চাষের জন্য উপযুক্ত মাটি তৈরি করতে হবে। আর তার জন্য আপনার লাগবে-

• 30% গার্ডেন সয়েল অর্থাৎ দোআঁশ মাটি
• 30% ভার্মি কম্পোসড সার
• 400 গ্রাম হাড় গুড়ো
• 200 গ্রাম নিম খোল
• 400 গ্রাম সিঙ্কুচি

এই সব উপাদান মিশিয়ে আপনাকে প্রথমেই মাটি প্রস্তুত করতে হবে। এরপর মাটিতে 10% সাদা বালি, 20% কোকো পিট এবং 10% বালি চালা পাথর চাপা দিতে হবে। এর সাথে ফাঙ্গিসাইড পাউডারও দেওয়া যেতে পারে।

চাষের পদ্ধতি

• মাটি প্রস্তুত করার পর ভালো মানের আপেলের বীজ পুঁতে দিতে হবে।

• নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে।

• গাছে যাতে পোকা না ধরে তাই গাছ একটু বড় হলেই ফ্যাঙ্গিসাইড ও পেস্ট্রিসাইড স্প্রে করতে হবে।

• 10 দিন অন্তর জৈব সার দিতে হবে যার ফলে ফলন বাড়বে।

• এছাড়াও ভালো ফলন পাবার জন্য 25% হাড়ের গুঁড়ো, 25% সরষের খোল, 25% সিঙ্কুচি ও নিম খোল দিতে হবে।

এই পদ্ধতি ঠিকভাবে চাষ করলে কিছুদিন পরেই দেখতে পাবেন আপনার আপেল গাছে ছোট ছোট ফুল। আপেল গাছে ফুল আসে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে এবং ফল পাকে আগস্ট মাসের দিকে।

Related Articles