তীক্ষ্ণ বুদ্ধির সাথে পরীক্ষায় হবে দারুন ফল, বসন্ত পঞ্চমীতে বাড়িতে লাগান এই গাছ
কথাই বলে বাঙালির বারো মাসে ১৩ পার্বন। আর সেই সব পার্বনের মধ্যেই একটি প্রাচীন ও অতি পরিচিত পরিচিত ঐতিহ্যমন্ডিত পুজো বিদ্যার দেবী সরস্বতীর পুজো। বিদ্বান আর জ্ঞানের লাভের আশায় সরস্বতী দেবী বা বিদ্যা দেবীর পূজা করে থাকেন। আর কিছুদিন পরেই সরস্বতী দেবীর পুজো। বাক্য বুদ্ধি বিদ্যা ও জ্ঞান এর অধিষ্ঠাত্রি দেবী তিনি। কিন্তু বিদ্যার দেবীর আশীর্বাদ পেতে কেবল পুজো নয় লাগাতে পারেন এই গাছও। এই বিশেষ গাছটিকে বিদ্যার গাছ বলা হয় মনে করা হয় বাড়িতে এই গাছ লাগালে দেবী সরস্বতীর কৃপা অর্জন করা সম্ভব।
জেনে নিন চলতি বছর ২৬ জানুয়ারি বসন্ত পঞ্চমী তিথিতে কোন গাছ লাগাবেন-
বাস্তু মতে এই সময় ময়ূরপঙ্খ গাছ বাড়িতে লাগানো উচিত। এতে সরস্বতীর আশীর্বাদ বজায় থাকে। বাড়ির উত্তর দিকে এই গাছ লাগানোর কথা বলা হয়েছ। বাস্তুশাস্ত্রে মনে করা হয় এই গাছের পাতা বইয়ের ওপর রাখলে দেবীর আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি পায় পাশাপাশি বুদ্ধি তীক্ষ্ণ হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকশিত হয়। কেবল বিদ্যার দিকে নয় এই গাছ সমৃদ্ধিও বয়ে আনে। বাস্তুশাস্ত্র বলছে ব্যক্তির ভাগ্যের উন্নতিতে সহায়তা করে এটি। তবে হ্যাঁ ফল পেতে গাছের সঠিক যত্ন নিতে হবে আর দক্ষিণে এই গাছ লাগানো যাবে না।
দেবীর আশীর্বাদ লাভের অন্য উপায়- যেখানে শিক্ষার্থীরা রয়েছে সেখানে সরস্বতী দেবীর একটি ছবি লাগান। ছবি এমন জায়গায় রাখতে হবে যাতে পড়ার সময় ওই ছবির দিকে চোখ যায়। এতে একাগ্রতা বৃদ্ধি পাবে। অনেক সময় পড়াশোনায় মনোযোগ বসেনা সে ক্ষেত্রে পূর্ব বা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করা উচিত।