গৃহ হবে লক্ষ্মীছাড়া, মনের ভুলেও এই জায়গায় রাখবেন না তুলসি গাছ
হিন্দুধর্ম অনুযায়ী বিভিন্ন গাছকে অনেক শুভ বলে মানা হয় বহু যুগ আগে থেকেই। যে তালিকায় বট, অশ্বত্থ প্রভৃতি রয়েছে। একইসাথে আরো একটি গাছ রয়েছে যাকে মূলত ভগবান বিষ্ণুর ঘনিষ্ঠ বলে ধরা হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন সেই গাছ হল তুলসী। তুলসী গাছে প্রতিদিন জল দেওয়া অনেক শুভ। এতে বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। তবে যদি সঠিকভাবে তার পরিচর্যার নিয়ম না জানা থাকে তাহলে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয়।
আজ আমরা সেই নিয়মগুলি সম্পর্কেই জানবো। কীভাবে এই গাছের পরিচর্যা করতে হয় বা কোথায় সেই গাছ রাখতে হয়।
যেখানে তুলসীগাছ রাখবেন না-
১. পূর্ব দিকে: বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ কখনোই পূর্ব দিকে রাখা উচিত নয়। এতে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায়। এমনকি এই গাছকে দক্ষিণ দিকে বা দক্ষিণ-পশ্চিমদিকেও রাখা উচিত নয়। তাতেও নেতিবাচক প্রভাব পড়ে।
২. অপরিচ্ছন্ন জায়গায়: যেহেতু তুলসী একটি পবিত্র গাছ, তাই এটিকে কখনোই ময়লা বা অপরিষ্কার জায়গায় রাখা উচিত নয়। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় লাগাতে হয় তুলসী গাছ।
৩. রাস্তার ধারে: রাস্তার পাশে বা দরজার পাশে কখনো তুলসী গাছ রাখা ঠিক না। কারণ, এতে পায়ের ধুলো ও জল পড়ে গাছের উপর। ফলে বাড়ির চরম সর্বনাশ হতে পারে।
যেখানে তুলসী গাছ রাখবেন- বাস্তুশাস্ত্র মতে এই গাছকে সবসময় বাড়ির উত্তর দিকে রাখা উচিত। এতে বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। উত্তর দিকে জায়গা না থাকলে আপনি তাকে ছাদেও রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন কখনোই যেন সরাসরি রোদ না পায় তুলসী গাছ। এসব নিয়মগুলি মেনে চললেই বাড়িতে বিষ্ণুর কৃপা বজায় থাকবে।