চিরতরে দূর হবে অর্থনৈতিক সংকট, ঠাকুরঘরের দেওয়ালে এঁকে নিন এই শুভ চিহ্ন
আমাদের সকলের পরিচিত একটি ধ্বনি হলো ‘ওম’। অনেকেই ঠাকুর ঘরে এই চিহ্নটি একে থাকেন। যার ফলে পরিবারের নানান সমস্যা দূর হয়ে যায় ও সুখ-সমৃদ্ধি বজায় থাকে। হিন্দু ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মেও এই ধ্বনির ব্যবহার রয়েছে। আজ আমরা এই ধ্বনিরই আরো কিছু বিশেষ উপকারিতা সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
মনকে শান্ত করা: মনের অস্থিরতাকে দূর করে মনকে শান্ত করার জন্য অত্যন্ত উপকারী একটি বিষয় হলো ‘ওম’ জপ করা। এই ধ্বনি মনের ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তোলে। এছাড়া রাগও নিয়ন্ত্রণ করে।
চাপ এবং উদ্বেগ কমানো: বর্তমান সময়ে মানুষের নিত্যদিনের সঙ্গী হলো চাপ ও উদ্বেগ। তবে এগুলি থেকে রেহাই পেতে চাইলে আপনাকে নিয়মিত ‘ওম’ জপ করতে হবে।
পরিবেশ বিশুদ্ধ করা: এই মন্ত্র জপ করার ফলে আমাদের আশেপাশের পরিবেশ বিশুদ্ধ হয়। আমাদের চারপাশে একটি ইতিবাচক বলয় তৈরি হয়। যা নিজের কাজের প্রতি মনোনিবেশ করতে সাহায্য করে।
স্বাস্থ্য সুবিধা: জানলে অবাক হবেন ‘ওম’ জপ করলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত হয়। যা অনেক রোগ থেকে রক্ষা করে। আসলে ‘ওম’ জপ করার সময় স্বরের মধ্যে একটি কম্পন অনুভূত হয়। যা সাইনাসগুলিকে পরিষ্কার করে খুলে দেয়। এছাড়া হার্টের জন্যেও এটি বিশেষ উপকারী। কারণ, তা রক্তচাপ কমাতে সাহায্য করে।