দশমীতে সিঁদুর খেলে ত্বকের দফারফা? পুরনো জৌলুস ফেরাতে হাতে তুলে নিন এই ঘরোয়া টোটকা
পুজো শেষ! মা দুগ্গা চলে গিয়েছেন কৈলাশে তবে চার দিনের পুজোর হইহুল্লোড় এ ত্বকের একদম দফারফা কি তাইতো? চিন্তা করবেন না ফ্যাকাশে ত্বকের জেল্লা ফিরে পেতে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ন ঘরোয়া উপায়ে তৈরি একটি ফেসপ্যাক তথা ফেসক্রাব। আসুন জেনে নেওয়া যাক সম্পুর্ন ঘরোয়া উপাদানে তৈরি এই বিশেষ ত্বকের যত্নশীলটিকে কিভাবে তৈরি করবেন-
উপরিউক্ত ফেসপ্যাকটি তৈরি করতে প্রয়োজন পড়বে কাঁচা দুধ এবং টক দই এর। অত্যন্ত ঘরোয়া ও সহজলভ্য এই দুই উপকরণকে একসাথে মিশিয়ে তার মধ্যে দিয়েদিতে হবে এক টেবিল চামচ বড় দারুচিনির গুঁড়ো। এভাবে ভালোভাবে মিশ্রিত স্ক্র্যাবটিকে পিঠে,মুখে,গলায় কালো দাগ যুক্ত অংশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এছাড়াও সিঁদুর খেলার কারণে ত্বকের যেসব অংশে rash বেরিয়েছে সেইসব অংশে ভালোমত লাগিয়ে আধা ঘন্টা মতো রেখেদিতে হবে।
আধ ঘন্টা পরে পুরো প্যাক তথা স্ক্র্যাবটিকে ঘষে ঘষে তুলে দিতে হবে। যেসকল ব্যক্তিদের ত্বক একটু বেশি শুষ্ক তাদের জন্য নারকেল তেল ব্যবহার করে তুলতে হবে প্যাকটিকে। একবার ব্যবহার করলেই দেখা যাবে আপনাদের ত্বক একেবারে নরম তুলতুলে হয়ে উঠেছে। এবং টানা সাত দিনের ব্যবহার আপনাকে বুঝিয়ে দেবে আপনার ত্বকের নতুন জেল্লা বা গ্লো।
তাহলে আর দেরি কিসের? এখনই সম্পুর্ন ঘরোয়া উপাদানে তৈরি এই ফেসপ্যাকটিকে বানিয়ে ফেলুন এবং পুজোর পর আপনার ত্বককে দিন নতুন প্রাণ। পুজোর টানাপোড়েনে মুড়ছে যাওয়া আপনার ত্বক পেয়েযাক একরাশ সতেজ প্রাণ। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যদি উপরিউক্ত কোনো উপকরণে allergy থাকে তবে অবশ্যই প্যাকটি ব্যবহার করা থেকে বিরত থাকুন