লাইফস্টাইল

গ্যাস বার্নার পরিষ্কার করার ঘরোয়া উপায়, শিখে নিন সহজ পদ্ধতি

গ্যাস বার্নার পরিষ্কার করার কয়েকটি ঘরোয়া পদ্ধতি-

Advertisement
Advertisement

নিজের ঘর সুন্দর করে গোছানোর সাথেই রান্নাঘরকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। সুন্দর করে গুছিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরও বাড়ে। রান্নাঘরের সবথেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস হল গ্যাস ওভেন। তবে অনেকেই এই গ্যাস-ওভেনকে সুন্দর করে গুছিয়ে রাখতে ভুলে যান। সঠিকভাবে পরিষ্কার করতে পারেন না।

এবার রইল গ্যাস বার্নার পরিষ্কার করার কয়েকটি ঘরোয়া পদ্ধতি-

১. তেঁতুল- গরম জলে তেঁতুল দিন অল্প, তার সাথে দিন অল্প ডিটারজেন্ট। তারপর সেই জলের ভিতর গ্যাস বার্নার দুটো চুবিয়ে রাখুন। এইরকম ভাবে ওই গ্যাস বার্নার দুটি এক ঘন্টা চুবিয়ে রাখার পর একটা ব্রাশ দিয়ে ভালোমতো ঘষে নিন। আর তারপরেই দেখবেন চকচক করছে ওই গ্যাস বার্নার।

২. লেবু- গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস ফেলে দিন, আর তার সাথে যোগ করুন দু চামচ বেকিং সোডা। এরপর তারমধ্যে এক ঘন্টা গ্যাস বার্নার দুটো চুবিয়ে রেখে দিন। এরপর একটা ব্রাশে একটু ডিটারজেন্ট দিয়ে ভালোমতো ঘষে নিন। গ্যাস বার্নার একেবারে চকচক করবে। পুরো নতুনের মত লাগবে।

৩. ভিনিগার- গরম জলে কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে তারমধ্যে গ্যাস বার্নার দুটি চুবিয়ে রাখুন। তারপর ব্রাশে একটু ডিটারজেন্ট নিয়ে গ্যাস বার্নার দুটি ঘষুন। এরপর ধুয়ে ফেলুন। ব্যস চকচক করবে।

৪. হারপিক- এটি দিয়েও পরিষ্কার করা যায়। ঘরের মধ্যে যদি লেবু ,ভিনিগার বা তেঁতুল কোনটাই না থাকে তাহলে হারপিক দিয়েও গ্যাস বার্নার পরিষ্কার করা যায়। একটা পাত্রে গ্যাস বার্নার দুটি নিন, তারপর ঐ বার্নার দুটির ওপর হারপিক ফেলে দিন। এরপর ব্রাশ দিয়ে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যাবে গ্যাস বার্নার।

৫. ইনো- গরম জলে ইনো আর অল্প ডিটারজেন্ট দিন। এরমধ্যে গ্যাস বার্নার দুটি আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর দুটি গ্যাস বার্নার তুলে লেবুর খোসা আর নুন দিয়ে ঘষতে থাকুন, দেখবেন বার্নারের ময়লা গুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর আপনার বার্নার চকচক করছে।

Related Articles