বাড়ির টবে আপেলের বীজ থেকেই তৈরি করুন আপেল গাছ, শিখে নিন সহজ পদ্ধতি

আপেল, এ এমন এক ফল যাকে অপছন্দ করে না কেউই। তবে যেহেতু এটি শীতকালীন ফল তাই অনেকেই ভাবেন আমাদের দেশে এই গরম আবহাওয়ায় কিভাবে এই মিষ্টি ফলের চাষ করবেন! কিন্তু জানলে অবাক হবেন আপনি আপনার ছাদে টবের মধ্যেও চাষ করতে পারেন আপেল। হ্যা ঠিকই শুনছেন! আপনার যদি ছাদ বাগানের শখ থাকে তবে আপনিও সহজেই আপেলের বীজ থেকে তৈরী করতে পারবেন আপেল গাছ। দেওয়া রইল পদ্ধতি-
1) আপেল গাছের ফলন করতে চাইলে প্রথমেই আপেল কেটে তার থেকে বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে।
2) এরপর ভালো বীজগুলিকে আলাদা করে বেছে নিতে হবে। বীজের গুণমান পরীক্ষা করতে এগুলিকে জলে ফেলে দিতে হবে। যে বীজগুলি জলের মধ্যে ঘুরবে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে।
3) সঠিক গুনমান বীজগুলি পেয়ে গেলে এবার একটা টব নিয়ে নিতে হবে।
4) যে টবটি নেবেন তাতে অবশ্যই একটি ফুটো করে নিতে হবে যাতে পাত্রের তলায় অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে।
5) টব রেডি হয়ে গেলে টবের ভিতর মাটি দিয়ে ভর্তি করে নিতে হবে। এর ওপর বিজগুলিকে ছড়িয়ে দিয়ে ফের হালকা মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে।
6) এবার ধৈর্য ধরে প্রায় এক মাস অপেক্ষার পালা। একমাস এভাবে রেখে দিয়ে অপেক্ষা করলে দেখবেন তারপর আস্তে আস্তে চারাগুলি বেড়ে উঠছে।
7) এবার যত্নসহকারে আগের টব থেকে চারাগুলো বের করে অন্যটবে একটি করে চারা বসাবেন। কারণ আপেল গাছ বড় হলে ছড়িয়ে পড়বে। এরপর গাছকে ভালোভাবে পরিচর্যা করলেই দুর্দান্ত ফলন পাবেন।