লাইফস্টাইল

সরস্বতী পূজার আগে কুল খাওয়া মহা পাপ! জেনে নিন আসল কারণ কি

Advertisement
Advertisement

সরস্বতী পূজার আগে কুল খাওয়া নিয়ে ছোটদের মনে রয়েছে নানারকম বিশ্বাস। ছোট থেকেই আমরা জেনে এসেছি, সরস্বতী পূজার আগে কুল খেলে বিদ্যার দেবী সরস্বতী মুখস্থ পড়াও ভুলিয়ে দেন। পরীক্ষার খাতায় করা অংক ভুল করিয়ে দেন।

সেই ছোট থেকে সরস্বতী পুজোর আগে ছোটরা বিশেষত যারা পরীক্ষার্থী তারা কেউ কুল খায় না। এমনকি এটাও বলা হয়, সরস্বতী পূজার আগে কুল খেলে যতই পড়া হোক না কেন, কোনো কিছুই মনে থাকবে না। কিন্তু, আদতে ঘটনাটা তা নয়।

ডাক্তারদের মতে, সরস্বতী পুজোর আগে শীতের সময় কুল আদতে থাকে কষাটে এবং কাঁচা। যা খেলে হতে পারে একসাথে পেটের সমস্যা এবং দাঁতের সমস্যা। তাছাড়াও এই সময়টি সাধারণভাবে সিজন চেঞ্জ-এর সময়। তার জন্য লেগেই থাকে সর্দি-কাশি এবং গলা ব্যথার সমস্যা। তার মধ্যে কষাটে এবং টক কুল খেলে ঠান্ডা লেগে যেতে পারে।

অন্যদিকে সরস্বতী পুজোর দিন কয়েক পর থেকেই কুল পাকতে শুরু করে এবং পাকা নারকেলি এবং টোপা কুল পাওয়া যায়। তবে গরম পড়ে গেলে, মানে সরস্বতী পুজোর পর খুব বেশি দেরি হলে আর কুল পাওয়া যায় না। তাই আদতে ব্যাপারটা পড়া ভুলে যাওয়ার নয়, শরীর খারাপ হওয়ার। সেজন্যেই বড়রা সরস্বতী পূজার আগে কুল খেতে বারণ করেন ছোটদের।

Related Articles