লাইফস্টাইল

শীতকালে কোমল সুন্দর ত্বক পেতে চান? তবে বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলুন নাইট ক্রিম

সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে মানুষ ত্বকের যত্ন করতে ভুলে যা। ন যার ফলে রাতটুকু হাতে থাকে ত্বকের যত্ন নেওয়ার জন্য। অন্যদিকে হয়তো অনেকেই জানেন না রাতেই আমাদের ত্বক আরো বেশি সুন্দর হয়ে ওঠে।

তাই রাতে ত্বকের যত্ন করা ভীষণ জরুরী। এর জন্য আপনি রাত্রিবেলা কোনো ভালো নাইটক্রিম মুখে লাগাতে পারেন। আর সবথেকে ভালো জিনিস হলো এটি আপনি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে এই নাইটক্রিম তৈরি করবেন।

এটার জন্য লাগবে অ্যালোভেরা জেল, কফি পাউডার এবং ভিটামিন-ই ক্যাপসুল। এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যাদের ত্বক বেশি কালো হয়ে গিয়েছে তারা এর সাথে আলুর রস মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণটিকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে।

পরপর সাত দিন ব্যবহার করলেই আপনি ফলাফল দেখতে পারবেন। উল্লেখ্য, ৩০ বছর বয়সের পর মহিলাদের ত্বক অনেক বেশি খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে এই নাইট ক্রিমটি ভীষণই কাজে দেবে। তবে যাদের অ্যালোভেরা জেল ব্যবহার করলে সমস্যা হয়, তারা চাইলে ফ্লেক্সসীড ব্যবহার করতে পারেন।