রান্নাঘরের এই উপাদান দিয়েই পাবেন ফর্সা ও উজ্জ্বল ত্বক, রাতে করুন এই ছোট্ট কাজ
ত্বক সুন্দর হোক কে না চায়! আর এই কারনে মানুষ বর্তমানে ছুটে পার্লারে। ত্বক উজ্জ্বল চাই.. ব্যাস একটা ফেসিয়াল করতে চলে গেলেন। ত্বক উজ্জ্বলও হয়ে গেল মিনিটের মধ্যে। কিন্তু রাসায়নিক জিনিস যেটা ত্বকে গেল তার প্রতিক্রিয়া! এর প্রতিক্রিয়া বোঝা যায় পরবর্তীতে তাই ত্বককে যদি চিরকালীনের জন্য ভালো রাখতে চান তাহলে ঘরোয়া উপায়ের বিকল্প কিছু হতে পারে না।
যদি নিজের ত্বকে একটু সময় দেন যত্ন করেন ঘরোয়া পদ্ধতিতে তাহলেই পেতে পারবেন সুন্দর উজ্জ্বল ফর্সা ত্বক। তারজন্য ব্যবহার করতে হবে এই ফেসপ্যাক।
আলু- প্রতিদিনের রান্নায় প্রয়োজনীয় এই সবজিটি আপনার ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি। একে ত্বকে ব্যবহার করতে প্রথমে আলু থেকে ভালো করে রস বার করে নিন। কিছুক্ষণ রাখার পরে দেখবেন নীচে সাদা আস্তরণ জমবে, উপর থেকে রসটা ফেলে সেই আস্তরনটুকু নিন। প্রতিদিন রাতে এলোভেরা জেল এর সাথে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। সকালে উঠে ঠান্ডা জলের মুখ ধুলেই বুঝতে পারবেন তফাৎটা।
চাল- কোরিয়ানদের ত্বক দেখেছেন! এদের সুন্দর উজ্জ্বল ত্বকের আসল সিক্রেট চাল। চাল বাটার সাথে কাঁচা দুধ খুব ভালো করে মিশিয়ে সপ্তাহে তিনদিন স্ক্রাবার হিসাবে ব্যবহার করুন। ত্বকের মরা কোষতো দূর হবে সাথে মিলবে উজ্জ্বল ত্বক। এছাড়াও চাল বাটাকে খুব ভালো করে বেটে তারপর ছেঁকে অ্যালোভেরার সাথে মিশিয়ে নাইট ক্রিম হিসাবেও মাখতে পারে।
ডাল- রূপচর্চার কাজে অন্যতম উপাদান এটি। মসুর ডাল বাটার সাথে সামান্য পরিমাণ বেসন কাঁচা দুধ মিশিয়ে সপ্তাহে তিন দিন ফেসপ্যাক হিসেবে লাগাতে পারেন এটিও আপনার ত্বককে দেবে জেল্লা।
সতর্কীকরণ- উল্লেখিত কোন উপাদানে এলার্জি থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।