মাছের কাঁটা গলায় বেঁধে নাজেহাল? এই ৫টি টোটকায় হবে মুশকিল আসান
কথায় আছে, ‘মাছে ভাতে বাঙালী’। সপ্তাহের বেশিরভাগ দিন বাঙালীর খাদ্য তালিকায় মাছ থাকেই। একেক রকমের মাছ দিয়ে একেক রকমের পদ খেতে পছন্দ করেন তারা। তবে অনেক সময় মাছ খাওয়ার পর গলায় কাঁটা আটকে গিয়ে সমস্যা দেখা দেয়। কিন্তু আর ভয় নেই। আজ আমরা এমন পাঁচটি উপায়ের কথা নিয়ে এসেছি, যেগুলি করলে খুব সহজেই গলায় আটকে থাকা কাঁটা বেরিয়ে যাবে।
কলা: গলায় কাঁটা বিঁধে গেলে কলা মুখে দিয়ে গিলে ফেলবেন। এতে সহজেই সেই কাঁটা বেরিয়ে যাবে।
শুকনো ভাত: শুকনো ভাত ভালো করে চটকে দলা পাকিয়ে গিলে ফেলতে পারেন। এতে দেখবেন খুব তাড়াতাড়ি কাঁটা বেরিয়ে গিয়েছে।
দুধে ভেজানো পাউরুটি: পাউরুটি ভিজিয়ে সেটি খেলে পরে কাঁটা চলে যেতে পারে।
শুকনো রুটি: কয়েক টুকরা রুটি, মুখের মধ্যে রেখে গিলে ফেলবেন। এতে কাঁটা বেরিয়ে যাবে। তবে মনে রাখতে হবে এই রুটি বেশি চিবোনো যাবে না।
মুড়ি: গলায় কাঁটা বের করার ক্ষেত্রে আরো একটি উপাদান হলো শুকনো মুড়ি। শুকনো মুড়ি মুখে খানিকক্ষণ রেখে সেটি গিলে ফেলুন। দেখবেন সহজে কাঁটা বেরিয়ে গিয়েছে।