লাইফস্টাইল

মুঠো মুঠো চুল উঠছে? এই ৫টি ঘরোয়া উপায়ে রাতারাতি বন্ধ হবে চুল পড়া

সুন্দ‍র কেশরাশি সৌন্দর্যের এক অবিচ্ছেদ‍্য অঙ্গ। চুল ছাড়া মানুষ এককথায় শ্রীহীন। তাই সুন্দর কেশরাশিকে ধরে রাখতে কে না চায়! কিন্তু চাইলেই তো হলোনা আবহাওয়া, ধুলোবালি আর লাইফস্টাইলের কারণের অধিকাংশ মানুষ এখন চুলের সমস্যা নিয়ে ভোগেন। চুল পড়ার সমস্যা নিয়ে কমবেশি সকলের চিন্তিত।

এই চুল পড়া বন্ধ করতে অনেকে অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করেন, চুল সফ্ট করতে করেন স্মুথনিং কিন্তু কেমিক্যাল এফেক্টে পরবর্তীতে সেই চুলের সমস‍্যা আরোই বেড়ে যায়। তাহলে উপায়! ঘন কালো লম্বা চুল পেতে ঘরোয়া ভাবেই নিতে হবে যত্ন। কিভাবে চুলের সঠিক যত্ন নেবেন তা জানতে পড়ে নিন এই প্রতিবেদন।

চুলে সঠিক যত্ন নিতে প্রথমেই যেটা দরকার তা হলো চুলে তেল দেওয়া। চুলের শুষ্কতা সমস্যা দূর করতে সপ্তাহে অন্তত এক থেকে দুদিন চুলের যত্ন নিতে হবে। সঠিক তেল নির্বাচন করতে হবে। কি কি ব‍্যবহার করতে হবে দেখে নিন-

লেবু তেল- নারকেল তেলে পাতিলেবুর রস মিশিয়ে চুলে ব্যবহার করুন এতে চুলের খুশকি দূর হয় আবার চুলের গোড়ায় থাকা বিভিন্ন ইনফেকশন দূর হয়।

অ্যালোভেরা- নিজের পছন্দমত হেয়ার অয়েল এর সাথে এলোভেরা জুস মিশিয়ে চুলে মাখতে পারেন। এর চুল নরম হয় হেলদি হয়।

জবা পাতা- অনেকেই হয়তো জানে না চুলের স্বাস্থ্য ভালো রাখার অন্যতম উপাদান জবা পাতা। জবা পাতা ভালো করে নারকেল তেলে ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করা যেতে পারে। এতে চুল মজবুত হয় এবং চুল পড়ার সমস্যা অনেক কমে যায়।

মেথি- নারকেল তেল বা অলিভ অয়েল এর মেথি মিশিয়ে ফুটিয়ে নিয়ে যদি তা চুলে ব্যবহার করা যায় তাদের চুল পড়ার সমস্যা দূর হয়।

আমলকী- আমলকি ভালো করে পেস্ট করে সেই পেস্ট তেলে মিশিয়ে স্নানের এক ঘন্টা আগে মাখলে চুল পড়ার সমস্যা তো দূর হয় তার সাথেই চুল উজ্জ্বল ঘন কালো হয়।