লাইফস্টাইল

রান্নাঘরের এই উপাদানেই সোনার মত উজ্জ্বল হবে ত্বক, দেখুন কি করতে হবে

ত্বকের চর্চায় যতই বিভিন্ন দামী দামী প্রোডাক্ট ব্যবহার করা হোক না কেন সবথেকে ভালো কাজ তাই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি রূপচর্চার জিনিস। তেমনই অতি প্রাচীন একটি উপাদান হলো দেশী ঘি। এটা যেমন বিভিন্ন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়, তেমনি রূপচর্চার ক্ষেত্রেও সেটি ব্যবহার করা যায়। দেশী গরুর দুধ থেকে তৈরি ঘি ত্বককে ভীষণ সুন্দর রাখে।

আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ঘি ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে-

প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে: কয়েক টেবিল চামচ খাঁটি ঘিয়ের সাথে দুই ফোঁটা মধু মিশিয়ে নিন। এবার কিছুক্ষণ মুখে মাখিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে।

ফাটা ঠোঁটের জন্য: শীতকাল মানেই ফাঁটা ঠোঁটের সমস্যা। আপনি যদি নিজের ঠোঁটকে হাইড্রেটেড রাখতে চান তাহলে প্রত্যেকদিন শুতে যাওয়ার আগে দেশী ঘি ব্যবহার করুন। সারারাত ঘি লাগিয়ে রাখার পর সকালে দেখবেন ঠোঁট একেবারে সুন্দর হয়ে উঠেছে।

চোখের তলার কালো দাগ দূর: দেশী ঘিয়ে রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট। যা বলিরেখা দূর করতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড। ঘুমোতে যাওয়ার আগে হাতের আঙ্গুলে কিছুটা ঘি নিয়ে চোখের নীচে মাসাজ করুন। সারারাত সেটি রেখে দিন।

অন্যদিকে ত্বকের পাশাপাশি মাথাতেও আপনি এটি ব্যবহার করতে পারেন। তেলের বদলে দুই চামচ ঘি গরম করে মাথায় মাসাজ করুন। এতে চুল পড়া কমবে এবং মাথার ত্বক সুন্দর হয়ে উঠবে। তবে এসব জিনিস ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।