চিরতরে দূর হবে অর্থের অভাব, এভাবে মেনে চলুন রান্নাঘরের বাস্তু টিপস
ঘরের আনাচে কানাচে থাকা প্রতিটি বস্তুর সাথে সম্পর্ক রয়েছে বাস্তুর। আর এর থেকে বাইরে নেই রান্নাঘরও। বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমনিতেই বাড়িতে মহিলাদের বেশি সময় কাটে রান্নাঘরেই। তাই যদি বাড়ি রান্নাঘরে বাস্তু দোষ থাকে তাহলে তা মহিলাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই অবশ্যই জেনে নিন রান্নাঘরে প্রতিটি বস্তুর সঠিক স্থান কোনটি।
কড়াই এর সাথে স্বাস্থ্য- কড়াই বা ফ্রাইং প্যান ব্যবহার করার পর তা যথাযথভাবে পরিষ্কার করতে হবে। বাস্তুমতে কড়াই / ফ্রাইং প্যান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে রাহু দোষের ফলে আপনার শরীর ক্রমশ খারাপ হতে পারে।
কড়াই- বাস্তু বলছে কড়াই রাখার নির্দিষ্ট স্থান রয়েছে। রান্নার কড়াই, তাওয়া এমন জায়গায় রাখা উচিত যা বাইরের লোকের চোখের আড়ালে থাকে।
রান্নাঘর পরিষ্কার রাখা- যখনই রান্না হয়ে যাবে তারপর অবশ্যই রান্নাঘর পরিষ্কার করে তবেই রান্না ঘর ত্যাগ করা উচিত। রান্নাঘরের নোংরা থাকলে কিন্তু রাহুর দোষ সৃষ্টি হতে পারে তাই সর্বদা বাসন পত্র, রান্নার গ্যাস ধুয়ে নেবেন।
রুটির সাথে বাস্তু টিপস- রুটি করার সময় তাওয়াতে যদি খানিক নুন ছড়িয়ে দিতে পারেন তাহলে বাস্তুদোষ দূর হয়। নুন গলে যাওয়ার পর তারপর রুটি করতে শুরু করবেন।
গরম তাওয়ায় জল ঢালবেন না- অনেক সময় তাড়াহুড়োর চোটে তাওয়া ঠান্ডা করার জন্য তাতে জল ঢেলে দি কিন্তু তাওয়া ব্যবহার করার পর তা ঠান্ডা হওয়ার জন্য আগে অপেক্ষা করুন। স্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেলে তবেই তা জল দিয়ে পরিষ্কার করুন।