লাইফস্টাইল

রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা, রং খেলার দিন গরীবদের দান করুন এই ৩টি জিনিস

সামনেই আসছে হোলি। হোলি মানে রং-এর খেলা। সকলে মিলে হইহই করতে করতে একে অপরকে রং মাখিয়ে দেয়। আর এভাবেই আনন্দে মন মেতে ওঠে। বসন্তকে আমরা এভাবে স্বাগত জানাই। এইসময় যেমন আমরা রং মাখি তেমনই প্রকৃতিও ধীরে ধীরে পুরোনো আমেজ ছেড়ে নতুনত্ব খোঁজে।

তাই হোলির দিন রং খেলার পাশাপাশি যদি তিনটি জিনিস দান করতে পারেন তবে আপনার অর্থকষ্ট দূর হবে। হোলির দিন প্রথম যে জিনিসটি দান করবেন তা হল গরীবকে বস্ত্র দান করুন। গরীবকে বস্ত্র দান করলে আপনার অর্থকষ্ট লাঘব হবে।

আপনার চারপাশে রয়েছে প্রচুর গরীব মানুষ যারা ঠিকমতো বস্ত্র পান না। তাদের বস্ত্র দান করুন।রং খেলার উৎসবের দিন গরীবের হাতে মিষ্টি তুলে দিন। হোলি খেলার পাশাপাশি আমরা সকলেই মিষ্টি মুখ করে থাকি।

তাই এইদিন গরীবদের হাতে মিষ্টি তুলে দিলেও আপনার আর্থিক কষ্ট লাঘব হবে এবং সৌভাগ্য ফিরবে। হোলির দিন বাকি দু’টি জিনিস দান করার পাশাপাশি তাদের হাতে অর্থ তুলে দিন। বাস্তু মতে, আপনি হোলির দিন গরীবের হাতে টাকা তুলে দিলে নিজের সৌভাগ্য ফিরবে।