ভাগ্যের চাকা ঘুরে রাতারাতি হবেন লাখপতি, আজই ঘরে আনুন এই ৩টি জিনিস
ছোট থেকে আমাদের একটা কথাই শেখানো হয় সফলতার জন্য কঠিন পরিশ্রম এবং ধৈর্য্য প্রয়োজন। অপেক্ষা করলে এবং তার সাথে পরিশ্রম করলে একদিন ঠিকই তার ফলাফল মেলে। তবে অনেক সময় এমনটাও দেখা যায় পরিশ্রম ও ধৈর্য্য থাকলেও জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য আসেনা। নেপথ্যে কারণ থাকে কিছু বাস্তুদোষ। আজ আমরা এমন কিছু টোটকা সম্পর্কে জানবো যেগুলি করলে এসব বাস্তুদোষ কেটে যাবে।
যার জন্য তিনটি জিনিস বাড়িতে এনে রাখতে হবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো সম্পর্কে।
ঘোড়ার নাল: লোহার তৈরি ঘোড়ার নাল বাড়ির প্রধান দরজার সামনে লাগাতে হয়। যা বাড়িতে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে। তবে এই পদ্ধতি নতুন নয় বহু বছর ধরেই ভারতবর্ষে এর প্রচলন রয়েছে।
লাকি বাম্বু: বর্তমান সময়ে সকলের পরিচিত একটি গাছ হলো লাকি বাম্বু। এটি যেমন বাড়ির সৌন্দর্য্য বাড়িয়ে তোলে। তেমনি বাড়িতে সমৃদ্ধি আনার জন্যেও এর জুড়ি মেলা ভার। লাল রিবনে বাঁধা এই গাছটিকে ডাইনিং রুম বা শোয়ার ঘরে রাখতে হয়। যা অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে।
আয়না: আয়নার মধ্যে রয়েছে একাধিক বাস্তুগুণ। যদিও কখনোই গোল আকৃতির আয়না বাড়িতে রাখা যাবে না। বর্গাকার বা আয়তাকার আয়না বাড়িতে এনে রাখলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়।