লাইফস্টাইল

গরমে হাঁসফাঁস করছেন? মাত্র ৫ মিনিটে এসি ছাড়াই ঠান্ডা করুন ঘর, জেনে নিন সহজ উপায়

এসি ছাড়াই সাধারণ টেবিল ফ্যান দিয়ে ঘরকে ঠান্ডা করে রাখার উপায় কি?

Advertisement
Advertisement

শ্রাবণ মাস প্রায় শেষ হতে চলল তবুও গরমের দাপট যেন কমছে না। দিনে রোদের তেজ, আর রাতে ভ্যাপসা গরম। এই গরমে নাজেহাল রাজ্যবাসী। এদিকে অনেক মানুষের বাড়িতেই এসি নেই। অনেকের ঘরে জানলা ঠিক মতো নেই। ফলে হাওয়া ঠিক মতো প্রবেশ করে না। তাহলে এই গরমের হাত থেকে বাঁচার উপায় কি? এসি ছাড়াই সাধারণ টেবিল ফ্যান দিয়ে ঘরকে ঠান্ডা করে রাখার উপায় কি?

জেনে নিন-

  • ঘরের জানলা খুলে দেন। এই জানলার দিকে পিছনের অংশটা দিয়ে টেবিল ফ্যানটা ছেড়ে দেন। খোলা অংশের ঠিক সামনেই যাতে ফ্যানটা ঘোরে সেদিকে লক্ষ্য রাখবেন। এই ফ্যান দিয়ে ঠান্ডা বাতাস ঘরে আসবে। যা বেশ আরাম দেবে।
  • এবার ওই টেবিল ফ্যানের সামনে একটি বড় বাটি ভর্তি করে বরফ রাখুন। ওই বরফের মধ্যে গরম বাতাস আসবে।
  • এরফলে আপনার ঘর থেকে গরম গায়েব হয়ে যাবে। বরফ যতক্ষণ থাকবে ঘর ঠান্ডা থাকবে। আপনি ঘরে এসে শান্তিতে থাকতে পারবেন। তাহলে আর দেরি না করে আজ থেকে এই উপায় শুরু করে দেন।

Related Articles