Big Breaking- করোনায় মৃত্যু কলকাতা ফেরৎ বিহারের বাসিন্দা! ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬

করোনার হানায় বিপর্যস্ত জনজীবন। প্রতিটি দিন প্রতি ঘন্টায় বিশ্বের বিভিন্ন প্রান্তে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভারতে এই মারণ ভাইরাসের সবচেয়ে বেশি প্রকোপ দেখা দিয়েছে মহারাষ্ট্রে। সূত্রের খবর অনুযায়ী, মহারাষ্ট্রে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ জন। পাশাপাশি বলিউডের শহর মুম্বাইতে আক্রান্তের সংখ্যা ১৯ ।
পরিস্থিতি সামাল দিতে আগামী ৩১শে মার্চ পর্যন্ত পুনে, মুম্বাই, নাগপুর, পিম্পরি- চিঞ্চওয়ারের বাসিন্দাদের কোনো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে এই রাজ্যের সরকার। রাস্তাঘাটে মানুষ ভিড় না কমালে রাজ্যের পরিবহন ব্যাবস্থা বন্ধ করতে বাধ্য হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।
করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হল ষষ্ঠ জন ব্যাক্তির। বিহারের পাটনা এইমস হাসপাতালে মৃত্যু হয়েছে বছর ৩৮ এর এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তি বিহারের মুঙ্গেরের বাসিন্দা। এমসের তৎকালীন ভারপ্রাপ্ত চিকিৎসক প্রভাত কুমার সিংহ জানিয়েছেন, কিডনি ফেইলিওরের কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। গত দুদিন আগেই কলকাতা থেকে বিহারে ফিরেছিলেন তিনি।