নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

লক ডাউন কলকাতা! কিন্তু কতদিন? নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

করোনার হানায় বিপর্যস্ত গোটা বিশ্বের জনজীবন। থমকে গেছে মানবসভ্যতা। দিনের পর দিন বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। করোনার প্রকোপ থেকে বাঁচতে ইতিমধ্যে কলকাতা সহ দেশের মোট ৮০ টি জেলা লক ডাউন ঘোষণা করা হয়েছে। সরকারি ঘোষণার পর থেকেই জনশূন্য কলকাতা

Published By: Sangbad Safar Desk | Updated:

করোনার হানায় বিপর্যস্ত গোটা বিশ্বের জনজীবন। থমকে গেছে মানবসভ্যতা। দিনের পর দিন বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। করোনার প্রকোপ থেকে বাঁচতে ইতিমধ্যে কলকাতা সহ দেশের মোট ৮০ টি জেলা লক ডাউন ঘোষণা করা হয়েছে। সরকারি ঘোষণার পর থেকেই জনশূন্য কলকাতা শহর। বন্ধ বাস, মেট্রো সহ সমস্ত গণ পরিবহন ব্যাবস্থা। তবে জরুরি পরিষেবা চালানোর অনুমতি দিয়েছে সরকার।

আপনার জন্য নির্বাচিত

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথমে ঘোষণা করা হয়েছিল ৩১শে মার্চ পর্যন্ত লক ডাউন থাকবে কলকাতা। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। ৩১শে মার্চ থেকে কমিয়ে ২৭শে মার্চ পর্যন্ত লক ডাউন থাকবে শহর কলকাতা। শুধু কলকাতা নয়, এর পাশাপাশি লক ডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যের মোট ৭টি জেলা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত গণ পরিবহন ব্যাবস্থা। তবে খোলা থাকবে প্রয়োজনীয় জিনিস-পত্রের দোকান। যেমন ওষুধ, মুদিখানার দোকান। কোনো জরুরি পরিস্থিতি ছাড়া কোনো যানবাহন চালানো যাবে না। তার জন্য দিতে হবে উপযুক্ত প্রমাণ। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের কোথাও ৭ জনের বেশি এক জাগায় জমায়েত না হওয়ার। এই বিধি নিষেধ না মানলে তাদের গ্রেফতার করতে পারে পুলিশ। করোনার আক্রমন কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।