রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! আজ থেকে শুরু আবেদন প্রক্রিয়া!

দেবপ্রিয়া সরকার : পুরভোটের আগে কলকাতা কর্পোরেশনের অনুমোদিত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে মিউনিসিপাল সার্ভিস কমিশন। মূলত তিনটি বিষয়ে, যথা হিন্দি, ইংরেজি ও উর্দু এই তিনটি বিষয়ে স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে বলে জানিয়েছে মিউনিসিপাল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ২০০ শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে।
১১ ই মার্চ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। মিউনিসিপাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ( http://www.mscwb.org ) অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ১৫ই এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। তবে স্কুল সার্ভিস কমিশন যে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ করে এক্ষেত্রেও সেই নিয়মকেই অনুসরণ করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে বলে জানিয়েছে মিউনিসিপাল সার্ভিস কমিশন। মিউনিসিপাল সার্ভিস কমিশন তাদের বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আবেদনকারীদের ক্ষেত্রে d.el.ed ও b.ed বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়; বিজ্ঞপ্তিতে মিউনিসিপাল সার্ভিস কমিশন জানিয়েছে আবেদনকারী প্রার্থীদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের এনসিটিই এর নিয়ম অনুযায়ী প্রশিক্ষণও থাকতে হবে।
দেখে নিন কোন কোন বিষয় জন্য কতগুলি শূন্য পদ খালি আছে।
১)ইংরেজির জন্য শূন্য পদ রয়েছে ১৪৯ টি।
২)হিন্দির জন্য শূন্য পদ রয়েছে ১৯টি।
৩)উর্দু জন্য শূন্য পদ রয়েছে ৩৩ টি।
এই পরীক্ষার সিলেবাস কি থাকবে বা কিভাবে এর নিয়োগ প্রক্রিয়া করা হবে তা পরবর্তী ক্ষেত্রে মিউনিসিপাল সার্ভিস কমিশনের ওয়েব সাইটে জানিয়ে দেওয়া হবে।