রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! প্রবল ঝড়-বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের এইসব জেলা

Advertisement

দেবপ্রিয়া সরকার : সকাল থেকেই মেঘলা আকাশ শহরজুড়ে। বাতাসে আদ্রতা জনিত কারণে চাপা অস্বস্তিও রয়েছে। সন্ধ্যার পর থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতি ও শুক্রবার ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও বাড়তে পারে বৃষ্টি। বাতাসে আদ্রতার পরিমাণ বেশী (৩৪ থেকে ৯৬ শতাংশ) থাকায় অস্বস্তি থাকবে।

Advertisements

গত ২৪ ঘন্টায় কোনরকম বৃষ্টি হয়নি শহরে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রী, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আরব সাগরে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। সম্ভবত পশ্চিমী ঝঞ্জা ও পূবালি গরম হওয়ার সংঘাতেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা।

Advertisements

আরব সাগর ছাড়া বঙ্গোপসাগর থেকেও প্রচুর জলীয়বাষ্প ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে। ব্যাপক ঝড় বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশায়। বুধবার সন্ধ্যার পর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

Related Articles