নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

মধ্যবিত্তের জন্য সুখবর, এক ধাক্কায় সস্তা হলো সোনা! কেনার আগে দেখেনিন একবার কত হলো নতুন দাম

দেবপ্রিয়া সরকার : ফের সস্তা হলো সোনা। প্রতি গ্রাম সোনার দামে বড়সড় পতন সারা দেশ জুড়ে। বাঙালি রীতিতে সোনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তাই যেকোনো বাঙালি অনুষ্ঠানের সোনা রাখা আবশ্যক। কিন্তু কয়েকদিন যাবত সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছিল

Published By: Sangbad Safar Desk | Updated:

দেবপ্রিয়া সরকার : ফের সস্তা হলো সোনা। প্রতি গ্রাম সোনার দামে বড়সড় পতন সারা দেশ জুড়ে। বাঙালি রীতিতে সোনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তাই যেকোনো বাঙালি অনুষ্ঠানের সোনা রাখা আবশ্যক। কিন্তু কয়েকদিন যাবত সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছিল তাতে মাথায় হাত পড়েছিল সাধারণ মধ্যবিত্ত মানুষের। তবে আজ সোনার দামে যে পতন ঘটেছে তাতে অনেকটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ।
২২ ক্যারেট ২৪ ক্যারেট সোনায় সব মিলিয়ে ৫,০০০ টাকা হ্রাস পেয়েছে।

আপনার জন্য নির্বাচিত

কলকাতায় ২২ ক্যারেট হিসেবে ১ গ্রাম সোনার দাম ৪,২৮৮ (কমেছে ২০ টাকা), ৮ গ্রাম‌ সোনার দাম ৩৪,৩০৪ টাকা (কমেছে ১৬০ টাকা), ১০ গ্রাম‌ সোনার দাম ৪২,৮৮০ টাকা (কমেছে ২০০ টাকা) এবং ১০০ গ্রাম সোনার দাম ৪,২৮,৮০০ টাকা (কমেছে ২,০০০ টাকা)৷

কলকাতা ২৪ ক্যারেট হিসেবে ১ গ্রাম‌ সোনার দাম ৪,৪৩০ টাকা (কমেছে ২০ টাকা), ৮ গ্রাম‌ সোনার দাম ৩৫,৪৪০ টাকা (কমেছে ১৬০ টাকা), ১০ গ্রাম‌ সোনার দাম ৪৪,৩০০ টাকা (কমেছে ২০০ টাকা) এবং ১০০ গ্রাম‌ সোনার দাম ৪,৪৩,০০০ টাকা (কমেছে ২,০০০ টাকা) ৷