নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

মধ্যবিত্তের জন্য খুশির খবর! এক ধাক্কায় অনেকটা কমলো সোনার দাম!

বিয়ের মরশুম আর বিয়ে মানেই মেয়ের বাবাদের কপালে চিন্তার ভাঁজ ।সোনার দাম যেভাবে বাড়ছে তাতে সেই টাকা জোগানোর জন্য চিন্তা তো থাকেই। তবে এবার বিয়ের মরশুমে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে দাম কমলো সোনার ।কয়েকদিন আগেই আকাশছোঁয়া হয়েছিল সোনার দাম এমনকি

Published By: Sangbad Safar Desk | Updated:

বিয়ের মরশুম আর বিয়ে মানেই মেয়ের বাবাদের কপালে চিন্তার ভাঁজ ।সোনার দাম যেভাবে বাড়ছে তাতে সেই টাকা জোগানোর জন্য চিন্তা তো থাকেই। তবে এবার বিয়ের মরশুমে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে দাম কমলো সোনার ।কয়েকদিন আগেই আকাশছোঁয়া হয়েছিল সোনার দাম এমনকি ধনতেরাসের সময় বেশ চড়া দামে বিক্রি হয়েছিল সোনা। বিয়ের মরশুমে সোনার দাম কমা মানে তো সোনায় সোহাগা আর ক্রেতা-বিক্রেতা সকলের জন্য এবার খুশির খবর শোনালো সোনা বাজার।

আপনার জন্য নির্বাচিত

বৃহস্পতিবারের দুরন্ত খবর কলকাতায় ফের কমেছে সোনার দাম প্রতি গ্রামে আরও সস্তা হয়েছে সোনার দাম ।কলকাতায় 22 ক্যারেট সোনার এক গ্রামের দাম 3960 টাকা অর্থাৎ কমেছে 30 টাকা আর 8 গ্রামের দাম 31680 অর্থাৎ কমেছে 240 টাকা। এভাবেই 10 গ্রামের দাম হয়েছে 39600 টাকা অর্থাৎ কমেছে 300 টাকা।হিসেবে দাড়ায় 100 গ্রাম সোনার বর্তমান দাম 396000 টাকা যা এতদিনের তুলনায় 3000 টাকা কম।

22 ক্যারেট এর পাশাপাশি 24 ক্যারেটের সোনার দামের এসেছে বড়োসড়ো পতন 24 ক্যারেট সোনার এক গ্রামের দাম 4060 টাকা অর্থাৎ কমেছে 30 টাকা।8 গ্রামের দাম 32480 টাকা অর্থাত 300 টাকা কম।আর একইভাবে 10 গ্রামের দাম 40600 টাকা।ও 100 গ্রামের দাম হয়েছে 406000 টাকা অর্থাৎ কমেছে 3000 টাকা।