whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

ভারতে করোনায় আক্রান্ত হবে ৩০ কোটি মানুষ! গবেষণায় ভয়ানক তথ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনা ভাইরাসের বর্তমানে আক্রান্তের সংখ্যা 400 জন। এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের। Indian council of medical research এর দাবী ভারতের প্রাণঘাতী ভাইরাস এখন…

Published By: Web Desk | Updated:
Advertisements

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনা ভাইরাসের বর্তমানে আক্রান্তের সংখ্যা 400 জন। এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের। Indian council of medical research এর দাবী ভারতের প্রাণঘাতী ভাইরাস এখন দ্বিতীয় স্তরে অর্থাৎ স্টেজ 2 তে রয়েছে। তবে আই সি এম আর এর দাবি নস্যাৎ করে মার্কিন স্বাস্থ্য গবেষণা সংস্থা সিডিডিইপি পরিচালক লক্ষীনারায়ন জানিয়েছে 2 থেকে 3 সপ্তাহ আগে ভারতের করোনাভাইরাস তৃতীয় স্তরে অর্থাৎ স্টেজ থ্রি তে প্রবেশ করেছে।

আপনার জন্য নির্বাচিত

আর এই সমীক্ষা থেকেই আতঙ্ক ছড়িয়েছে । এই সমীক্ষা যদি সঠিক হয়ে থাকে তাহলে ভবিষ্যতে ভারতের যে আরো ভয়ঙ্কর পরিস্থিতির হতে চলেছে তা বোঝায় যায়। তাদের গবেষণা অনুযায়ী এই মারণ রোগে ভারতেই আক্রান্ত হতে পারে 30 কোটি মানুষ। সংস্থার পরিচালক রামাদান লক্ষীনারায়ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যদি এখনি সতর্ক না হয় সকলে তাহলে খুব দ্রুতই করোনা ভাইরাসের সংক্রমণের সুনামি বয়ে যেতে পারে । ভারতের 30 কোটি মানুষে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন রয়েছে তাদের মধ্যে 40 থেকে 50 লক্ষ মানুষের অবস্থা আরো সংকটজনক হতে পারে।

ভারতের থেকে ইতালির স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত জনসংখ্যা কম কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইতালিতেও ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা জায়গাও পাওয়া যাচ্ছেনা মৃতদেহের শেষকৃত্যের জন্য তাই ভারত যদি এই মারন ভাইরাস ঠেকাতে না পারে তাহলে অবস্থা ভয়াবহ হতে চলেছে। সতর্কতার কথা ভেবে বর্তমানে গোটা দেশেই বন্ধ স্কুল কলেজ shopping mall সিনেমা সিরিয়াল শুটিং ইত্যাদি। গতকাল থেকে বন্ধ হয়েছে প্যাসেঞ্জার ট্রেন এমনকি পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় আজ বিকেল 5 টা থেকে লক ডাউন ঘোষনা করা হয়েছে।