ভারতে করোনার আতঙ্ক! এক লাফে বেড়ে মৃতের সংখ্যা, দেখেনিন একনজরে

Advertisement

প্রীতম দাস : করোনা যেন ধীরে ধীরে ভারতবর্ষের উপর জাঁকিয়ে বসছে। ভারতে এখনো প্রতি গোষ্ঠী সংক্রমণ না হলেও ভারত যে বিপদের অতি সন্নিকটে পৌঁছে গেছে তা বলা যেতেই পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করে ভারতবাসীর কাছে বলেছেন 21 দিন নিজেকে ঘরে আইসোলেট করে রাখতে কিন্তু কিছু মানুষ তা সত্ত্বেও বিধি-নিষেধ মানছে না। ফলে যা হবার তাই হচ্ছে।

Advertisements

ভারতে এই মুহূর্তে করো না আক্রান্তের সংখ্যা 719। এর মধ্যে মাত্র 45 জন সুস্থ হয়ে উঠেছে। ভারতে করোনাতে মৃতের সংখ্যা ছিল 13 সেখান থেকে এক লাফে মৃতের সংখ্যা আজ পৌছল ১৬ । কেরালাতে 137 জন , মহারাষ্ট্রে 125 জন , কর্নাটকে 44 জন আক্রান্ত হয়েছে।

Advertisements

সারা দেশে এখনো উক্তি 62 টি নতুন করে আক্রান্ত পজেটিভ হবার খবর এসেছে। এদের মধ্যে 658 জন এখনো এই মহামারী সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের যদি এখন নিজেদের সম্বিৎ না ফেরে তাহলে সবকিছু শেষ হয়ে যাবার পর কি তাহলে ফিরবে ? জিজ্ঞাসা চিহ্ন টা রয়েই গেল

Related Articles