বাতাসের মাধ্যমে ছড়াতে পারে করোনা? যা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO

দেবপ্রিয়া সরকার : সারা বিশ্বে করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আতঙ্কিত গোটা বিশ্বের মানুষ। প্রাণঘাতী এই ভাইরাস কখন, কিভাবে সংক্রমণ ছাড়াবে তা নিয়ে ভয় গুটিয়ে রয়েছে সবাই। এই মারণভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশ জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সর্তকতায় মোদি গোটা দেশজুড়ে ২১ দিনের জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। এই ভাইরাস এখনো পর্যন্ত দেশের ১১ জন মানুষের প্রাণ কেড়েছে। Covid-19 নিয়ে দেশের সাধারণ মানুষের মনে এখন অনেক প্রশ্ন। ভাইরাস সংক্রমণ নিয়ে অনেক গুজব ছড়িয়েছে চারিদিকে।
সেই ভ্রান্তি দূর করতে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তার স্বামী নিক জোনাস কে নিয়ে WHO-এর চিকিৎসকদের সাথে ইনস্টাগ্রাম লাইভ করেন। এই লাইভে প্রিয়াঙ্কা চোপড়া তার ফ্যানদের মাধ্যমে আসা করোনা ভাইরাস সম্পর্কে বেশ কিছু প্রশ্ন WHO-এর চিকিৎসকদের কাছে পেশ করেন। চিকিৎসকরা সেই প্রশ্নের যথাসম্ভব উত্তর দিয়ে রটানো গুজব কিছুটা ভাঙতে সক্ষম হয়। প্রিয়াঙ্কা চোপড়ার ৪৫ মিনিটের এই লাইভে অংশ নিয়েছিলেন প্রায় ৪৫ হাজার অনুরাগী। লাইভ চলাকালীন প্রিয়াঙ্কা চোপড়া WHO-এর চিকিৎসক ডাঃ টেডরস এবং ডাঃ মারিয়া ভ্যান কেরখোভ কে প্রশ্ন করেন, করোনাভাইরাস কি বায়ুবাহিত রোগ? অর্থাৎ এই ভাইরাস কি আদৌ বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে?
এই প্রশ্নের উত্তরে চিকিৎসকরা জানান, “এই ভাইরাস কোনও বায়ুবাহিত ভাইরাস নয়। কেবলমাত্র এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি হাঁচেন বা কাশেন, আর সেই সময় তার মুখ থেকে যে থুতু বা জল ছিটকে আসে তার মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। খাবার মাধ্যমেও করোনাভাইরাস সংক্রমন হওয়ার কোন সম্ভাবনা নেই। যদি আপনি নিজের হাত স্যানিটাইজার বা সাবান দিয়েই ভালো করে পরিষ্কার করেন ও তারপরে যেখানে থুতু ছিটকে এসেছে সেই জায়গাগুলিও ছোঁন, তাতেও খুব বেশি ভয় পাওয়ার প্রয়োজন নেই। ওতেও ভাইরাসের প্রভাব বেশ কমই হচ্ছে।” WHO-এর চিকিৎসকদের মাধ্যমে পাওয়া এই তথ্যে অনেকটাই স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ।