whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

বাংলায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা! এবার আক্রান্ত হাবড়ার এক তরুণী

দেবপ্রিয়া সরকার : তৃতীয় করোনা আক্রান্তের হদিশ মিলল হাবরায়। দুই যুবকের পর এবার করোনায় আক্রান্ত এক তরুণী। কিছুদিন আগে স্কটল্যান্ড থেকে ফিরেছেন উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা ওই তরুণী। গত…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : তৃতীয় করোনা আক্রান্তের হদিশ মিলল হাবরায়। দুই যুবকের পর এবার করোনায় আক্রান্ত এক তরুণী। কিছুদিন আগে স্কটল্যান্ড থেকে ফিরেছেন উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা ওই তরুণী। গত শুক্রবার রাত সাড়়ে ১১টা নাগাদ নাইসেড থেকে তরুণীর নমুনার রিপোর্ট আসে। তাতে কোভিড-১৯ পজিটিভ ছিল ওই তরুনীর। বর্তমানে বেলেঘাটা আইডি তে আইসোলেশন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই তরুণী। তরুনীর পরিবারের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

আপনার জন্য নির্বাচিত

স্কটল্যান্ড থেকে ফিরে তরুণী হোম কোয়ারেন্টাইনে ছিলেন নাকি কোথাও গিয়েছিলে? এবং গেলেও কোথায় কোথায় গিয়েছিল? তা নিয়ে পর্যবেক্ষণ করা হবে। এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে এক স্বাস্থ্য দপ্তরের দল যাবে ওই তরুণী বাড়ি। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে তরুনীর বাড়ির সকলের শরীর পরীক্ষা কর প্রয়োজনে তাদের জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা যেতে পারে, যাতে সংক্রমণ কোন ভাবে ছড়িয়ে না পড়ে।

এর আগে ইংল্যান্ড ফেরত দুই যুবকের শরীরে পাওয়া গিয়েছে করোনাভাইরাস। সব মিলিয়ে রাজ্যে এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জন। এই ৩ জনই বর্তমানে বেলেঘাটা আইডি তে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রাজ্যে এক এক করে মিলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই বিষয়টি লক্ষ্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার সতর্ক করছেন যারা বিদেশ থেকে ফিরছেন তারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করবেন ও কিছুদিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

চারিদিকে বারবার সতর্ক বার্তা দেওয়ার পরেও কিছু মানুষ বিদেশ থেকে ফেরার পরেও কোন রকম স্বাস্থ্য পরীক্ষা না করিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন করা ব্যবস্থা নেবে। এই ব্যবস্থায় শুক্রবার বিদেশ ফেরত দুই মহিলাকে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। এভাবেই এরপর থেকে গোটা বিষয়ের ওপর নজরদারি রাখবে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসন।