নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! এই মুহূর্তে বিশেষ বার্তা দিলো আলিপুর আবহাওয়া দফতর!

বর্ষাকালের আগেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। হোলির আগে গত সপ্তাহজুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় হয়েছে হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। হোলির দুদিন আকাশ পরিষ্কার থাকায় রঙের খেলায় আনন্দে মেতে ছিল রাজ্যবাসী। কিন্তু হোলি পেরোতেই ফের বৃষ্টির

Published By: Sangbad Safar Desk | Updated:

বর্ষাকালের আগেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। হোলির আগে গত সপ্তাহজুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় হয়েছে হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। হোলির দুদিন আকাশ পরিষ্কার থাকায় রঙের খেলায় আনন্দে মেতে ছিল রাজ্যবাসী। কিন্তু হোলি পেরোতেই ফের বৃষ্টির ভ্রুকুটি। কলকাতা সহ দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলো মৌসম ভবন।

আপনার জন্য নির্বাচিত

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বিকেল থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমানে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে ছত্তিশগড়ের মাঝে সৃষ্ট নিম্নচাপ অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বাতাস ভেসে আসছে এই রাজ্যে। যার ফলে রাজ্যজুড়ে দেখা দিচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আজ বৃহস্পতিবার ও আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও গাঙ্গেয় দক্ষিনবঙ্গে। আজ বিকেলে বৃষ্টি হতে পারে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে।