নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

দাম্পত্য জীবনে পুরুষ বা মহিলাদের এই সমস্যার কারণে সন্তান হয় না!

একটি দাম্পত্য জীবনকে সুখী করে সন্তান। সন্তান সেই দাম্পত্য জীবনের আশীর্বাদ স্বরূপ। প্রধানতঃ স্বামী-স্ত্রীর মধ্যে সেতুবন্ধনের কাজ করে একটি সন্তান। কিন্তু সন্তান না থাকলে একজন দম্পতি স্বাভাবিক ভাবে খুব চিন্তিত হয়ে পড়েন। তাদেরকে সম্মুখীন হতে হয় সমাজের প্রশ্নের। পারিবারিক জীবনে

Published By: Sangbad Safar Desk | Updated:

একটি দাম্পত্য জীবনকে সুখী করে সন্তান। সন্তান সেই দাম্পত্য জীবনের আশীর্বাদ স্বরূপ। প্রধানতঃ স্বামী-স্ত্রীর মধ্যে সেতুবন্ধনের কাজ করে একটি সন্তান। কিন্তু সন্তান না থাকলে একজন দম্পতি স্বাভাবিক ভাবে খুব চিন্তিত হয়ে পড়েন। তাদেরকে সম্মুখীন হতে হয় সমাজের প্রশ্নের। পারিবারিক জীবনে দেখা যায় বিভিন্ন অশান্তি। তাই যে সমস্যা থাকলে স্বামী-স্ত্রীর বাচ্চা হবে না সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ চিকিৎসক। সমাজে বন্ধ্যাত্ব নিয়ে আছে কিছু ভুল ধারণা। 40 শতাংশ নারী এই সমস্যায় আক্রান্ত। হাজার হাজার সংসার ভেঙে যায় বাচ্চা না হওয়ার কারণে।

আপনার জন্য নির্বাচিত

সন্তান না হওয়ার নারীকে সমাজের বিভিন্ন কথা শুনতে হয়। কিন্তু আমাদের ভেবে দেখা উচিত এই সমস্যা শুধুমাত্র নারীর হয় না একজন পুরুষেরও হয়।

পুরুষের বন্ধ্যাত্ব জনিত সমস্যা:
সাধারণভাবে সঠিকমাত্রায় শুক্রাণু না উৎপাদন করতে পারলে একজন পুরুষ সন্তান জন্ম দিতে ব্যর্থ হন। শুক্রাশয় এর ত্রুটি থাকে 30 থেকে 40 শতাংশ ক্ষেত্রে। জিনগত ত্রুটি বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এই সমস্যা হয়।

নারীদের বন্ধ্যাত্ব জনিত কারণ:
সাধারণভাবে জরায়ুর সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, কিডনি রোগ, ক্যান্সার ইত্যাদি কারণে এই সমস্যা হয়।