দেবপ্রিয়া সরকার : জনপ্রিয় টেলিকম কোম্পানি Vodafone Idea গ্রাহকদের কথা মাথায় রেখে দুটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল। জিও আসার পর অন্যান্য টেলিকম কোম্পানি গুলো যেভাবে মার খাচ্ছিল তা থেকে তারা উঠে দাঁড়াতে আপ্রাণ চেষ্টা করছিল। এরজন্য প্রিপেড প্ল্যানে অনেক রকম পরিবর্তন এনেছে তারা। কিন্তু এবারে একেবারে বাজিমাৎ করলো Vodafone Idea। গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুটি নতুন প্ল্যান। প্ল্যান দু’টি যথা ২১৮ টাকা ও ২৪৮ টাকার।
Jএই প্ল্যান দুটির ভ্যালিডিটি থাকবে ২৮ দিনের জন্য। এই প্ল্যানে সবথেকে আকর্ষনীয় যেটি তা হলো এই প্ল্যানে Zee5 ও Vodafone Play সাবস্ক্রিপশন ব্যবহারের সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে। তবে আপাতত দিল্লি ও হরিয়ানার Vodafone গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারবে। এর আগে ২৯৯ টাকা, ৩৯৯ টাকা ও ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যানে ডবল ডেটা দেওয়ার ঘোষণা করেছিল Vodafone Idea। এবার গ্রাহকদের সুবিধার্থে আরো দুটি নতুন প্ল্যান নিয়ে এলো Vodafone Idea।
এই দুটি প্লানে ২৮ দিনের ভ্যালিডিটিতে দেশের সমস্ত নম্বরে আনলিমিটেড কলের সুবিধা থাকবে। এছাড়া ২১৮ টাকার প্রিপেড প্ল্যান পাওয়া যাবে ৬ জিবি ডেটা ও ১০০ টি লোকাল ও ন্যাশানল এসএমএস।
২৪৮ টাকার প্রিপেড প্ল্যানে পাওয়া যাবে ৮ জিবি ডেটা ও ১০০ লোকাল ও ন্যাশানল এসএমএস ব্যবহার করার সুযোগ।
২১৮ ও ২৪৮ টাকার ও উভয় প্ল্যানের গ্রাহকরাই বিনামূল্যে Zee5 ও Vodafone Play সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন।