ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল রিজার্ভ ব্যাংক!

দেবপ্রিয়া সরকার : কার্ড জালিয়াতির ঘটনার দিনদিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে প্রচুর মানুষের ব্যাঙ্ক থেকে তাদের অজান্তেই প্রচুর টাকা চুরি গেছে। গত বছরে এই জালিয়াতির ঘটনা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছিল। এই ঘটনা দিন দিন বেড়ে চালায় ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হবে এমনটাই জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।
জানুয়ারি মাসেই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল আগামী ১৬ মার্চ থেকে এই নিয়মটি চালু হবে। সেইমতো গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছেন ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের নতুন নিয়ম। এই নতুন নিয়মে গ্রাহক চাইলে তার নিজের ক্রেডিট ও ডেবিট কার্ড সুইচ অন বা সুইচ অফ করতে পারবে। গ্রাহক কোথায় কোথায় কার্ড ব্যবহার করবে সেই সিদ্ধান্ত সে নিজেই নিতে পারব এবং সেই মতই কার্ড অন-অফ করতে পারবে। রিজার্ভ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুসারে নতুন কার্ড দেওয়ার সময় সেগুলিকে শুধুমাত্র ভারতের এটিএম এবং পিওএস-এ ব্যবহার করার সুবিধা চালু থাকবে। তবে কোনও গ্রাহক যদি অনলাইনে বিদেশে বা বিদেশে উপস্থিত থেকে এবং কনট্যাক্টলেস ব্যবস্থায় ওই কার্ড ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে আলাদা করে ব্যাঙ্কের কাছে তার জন্য আবেদন করতে হবে।
এই ব্যবস্থাটির ক্ষেত্রে ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেবে রিজার্ভ ব্যাঙ্ক। তবে যে সমস্ত কার্ড গুলি কোনদিন অনলাইনে বা দেশে-বিদেশে ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে সেই কার্ডগুলো নিজে থেকেই বাধ্যতামূলকভাবে সুবিধা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংঙ্ক। এছাড়া এই কার্ডের মাধ্যমে কোথায় কত টাকা পর্যন্ত লেনদেন করা যাবে সেক্ষেত্রে টাকার একটি নির্দিষ্ট অঙ্ক বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এরজন্য ২৪ ঘণ্টা মোবাইল অ্যাপ্লিকেশন, নেট ব্যাঙ্কিং, এটিএম, ইন্টার-অ্যাক্টিভ ভয়েস রেসপন্সের সুবিধা রাখতে হবে তাদের। কার্ডের নিয়মে যদি কোনরকম বদল হয় তবে সেটি এসএমএস বা ই-মেইলের দ্বারা জানানো হবে গ্রাহকে। তবে প্রিপেইড গিফট কার্ডের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না।