whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

কেন্দ্র সরকারি চাকরি, প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি!

দেবপ্রিয়া সরকার : সম্প্রতি শুরু হয়েছে HEC Recruitment 2020। কেন্দ্রের এই সংস্থায় অ্যাপ্রেন্টিস নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই রিক্রুটমেন্টটি সম্প্রতি সংবাদমাধ্যমে প্রচার করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন পদে লোক নিয়োগ করবে হেভি…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : সম্প্রতি শুরু হয়েছে HEC Recruitment 2020। কেন্দ্রের এই সংস্থায় অ্যাপ্রেন্টিস নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই রিক্রুটমেন্টটি সম্প্রতি সংবাদমাধ্যমে প্রচার করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন পদে লোক নিয়োগ করবে হেভি ইঞ্জিনিয়ারিং কো-অপারেশন লিমিটেড ( HEC )। এই সংস্থা নতুন আপডেটে জানিয়েছে মোট ১৬৯টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে৷ এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারে শূন্যপদ ৯টি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশ ইঞ্জিনিয়ারের শূন্যপদ ৯টি, কম্পিউটার সায়েন্সে শূন্যপদ ১৮টি, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেবে ১৪ জন এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের শূন্য পদ ৫টি৷

আপনার জন্য নির্বাচিত

এছাড়াও রয়েছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার যার শূন্যপদ সংখ্যা ১৫টি, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারে শূন্য পদ ৯টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের শূন্যপদ ৮২টি, সেক্রেটেরিয়াল প্র্যাক্টিস অ্যান্ড অ্যাকাউন্টস/অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটেরিয়াল প্র্যাক্টিস শূন্যপদ ৮টি৷ এই সবকটি পদে যোগ্যতা অনুযায়ী লোক নেওয়া হবে। আজ অর্থাৎ ১৪ ই মার্চ ২০২০ থেকে শুরু হয়ে যাচ্ছে আবেদনের সময় আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২০ পর্যন্ত। আবেদন করার জন্য হেভি ইঞ্জিনিয়ারিং কো-অপারেশন লিমিটেড (HEC) ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। এই সংস্থায় আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ এর মধ্যে হতে হবে এবং যোগ্যতায় অনুমোদিত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে৷ আবেদন করার জন্য ওয়েবসাইটে ঢুকে কেরিয়ার সেকশনে ক্লিক করতে হবে৷

এরপর ফরম ফিলাপের নোটিশ শো করবে। ফর্ম ফিল-আপের আগে পুরো নোটিসটি ভালো করে পড়ে নেবেন যাতে ফরম ফিলাপের কোন সমস্যা তৈরি না হয়৷ ফরম ফিলাপ হয়ে গেলে সবশেষে সই ও ছবি আপলোড করতে হবে৷ শেষ ধাপ অর্থাৎ ফি জমা দেওয়ার পরে ফর্মটি সাবমিট করতে পারবেন৷ ফর্মটি অবশ্যই ডাউনলোড করে রাখতে ভুলবেন না৷