নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

কলকাতা সহ দক্ষিনবঙ্গে বৃষ্টি! আগামী ২৪ ঘন্টায় ভিজতে চলেছে রাজ্যের এইসব জেলাগুলি

শীতকাল শেষ হতেই তীব্র গরম। ঋতুচক্রের এটাই রীতি। কিন্তু আবহাওয়ার সেই রীতি ভঙ্গ হচ্ছে এইবছর। শীতের মাঝেই শুরু হয়েছে বৃষ্টি। ফেব্রুয়ারি শেষ, মার্চের অর্ধেক হতে আসলেও সেভাবে বাড়েনি তাপমাত্রা। মাঝে মধ্যেই বৃষ্টির কারণে নামছে পারদ। রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিলো

Published By: Sangbad Safar Desk | Updated:

শীতকাল শেষ হতেই তীব্র গরম। ঋতুচক্রের এটাই রীতি। কিন্তু আবহাওয়ার সেই রীতি ভঙ্গ হচ্ছে এইবছর। শীতের মাঝেই শুরু হয়েছে বৃষ্টি। ফেব্রুয়ারি শেষ, মার্চের অর্ধেক হতে আসলেও সেভাবে বাড়েনি তাপমাত্রা। মাঝে মধ্যেই বৃষ্টির কারণে নামছে পারদ। রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিলো মৌসম ভবন।

আপনার জন্য নির্বাচিত

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। গতকাল বুধবার, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে পশ্চিমের জেলাগুলি। হোলির আগেও প্রায় টানা এক সপ্তাহ ধরে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে রাজ্যবাসী। হোলির দুদিন আকাশ ভালো থাকলেও ফের শুরু হয়েছে বৃষ্টির ভ্রুকুটি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান ও ছত্তিশগড়ের মাঝে একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ভেসে আসছে এই রাজ্যে। যার ফলে আজ বৃহস্পতিবার ও আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও গাঙ্গেয় দক্ষিনবঙ্গে। আজ দুপুরে পর থেকেই বৃষ্টি হতে পারে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে।