whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনা মোকাবিলায় দেশবাসীর সুবিধার্থে LPG নিয়ে বড়সড় ঘোষণা IOC-র!

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে যেভাবে বেড়ে চলেছে তা রোধে সমগ্র দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ২১ দিন অত্যন্ত জরুরীকালীন অবস্থা ছাড়া বাড়ি…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে যেভাবে বেড়ে চলেছে তা রোধে সমগ্র দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ২১ দিন অত্যন্ত জরুরীকালীন অবস্থা ছাড়া বাড়ি থেকে বেরোনো একেবারেই বন্ধ। লকডাউন কার্যকর করতে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই ২১ দিনে প্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে রাখার জন্য।

আপনার জন্য নির্বাচিত

এই পরিস্থিতিতে অন্যান্য সমস্যা মিটলেও জটলা তৈরি হয়েছে গ্যাস সিলিন্ডার নিয়ে। লকডাউন জারি হতে না হতেই নর্থ ইস্টের পাশাপাশি দেশের একাধিক এলাকায় LPG রান্নার গ্যাস সিলিন্ডারের বিক্রি বেড়ে যায় আচমকাই। এই ঘটনায় বোঝাই যাচ্ছে এই পরিস্থিতিতে মানুষ গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে কিনা সে ভয়ে আগে থেকেই ঘরে প্রয়োজনাতিরিক্ত গ্যাস সিলিন্ডার নিয়ে রাখছে। এই ব্যাপারটিকে লক্ষ্য করে LPG গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থা ইন্ডিয়ান ওয়েলের তরফে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লকডাউনের পরিস্থিতিতেও প্রত্যেক গ্রাহককে সিলিন্ডার ডেলিভারি দেবে LPG গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থা বলে আশ্বাস দেওয়া হয়েছে৷ রান্নার গ্যাস পেতে কোন রকম সমস্যা হবে না। অন্যান্য সময়ের মতো স্বাভাবিক নিয়মে অনলাইন বুকিংয়ের মাধ্যমে বাড়িতে গ্যাস সিলিন্ডার পাবে গ্রাহকরা৷ এর পাশাপাশি যাদের কানেকশন নেই তাদের ৫ কিলোর এফটিএল সিলিন্ডার দেওয়া হবে৷ ওই সিলিন্ডারটি হবে BIS প্রমাণিত সিলিন্ডার অথার্ৎ ওটি বেশি সুরক্ষিত৷ ওই সিলিন্ডার কেনার জন্য কোনরকম এড্রেস প্রুফ লাগবে না।