করোনা! ভয়ানক তথ্য দিলো গবেষকরা, মৃত্যু হতে পারে ২৭ লক্ষ মানুষের

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাস কতটা মারাত্মক হয়ে উঠতে পারে তার একটা রেখাচিত্র অঙ্কন করেছেন চিকিৎসাবিদরা। সেই রেখাচিত্রের ভিত্তিতেই আরো কড়াকড়ি ভাবে আইসোলেশন এর উপর নজর রাখছে ব্রিটিশ প্রশাসন। দিন দিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা। সাবধানতা অবলম্বন না করলে মৃতের সংখ্যা লক্ষ ছাড়িয়ে যেতে বেশিদিন সময় নেবে না। মার্কিন প্রশাসন সমস্ত সামাজিক জীবনযাপন সোমবার থেকে বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি ৭০ এর বেশি বয়স্ক অসুস্থদের ক্ষেত্রে প্রতিষেধক পদক্ষেপ হিসেবে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে৷
ইম্পিরিয়াল কলেজ অফ লন্ডনের ম্যাথাম্যাটিক্যাল বায়োলজির প্রফেসর একটি মডেল স্টাডির পরিপ্রেক্ষিতে জানিয়েছেন গতকাল ইতালিতে করোনা আক্রান্তের মৃতের সংখ্যা যা ছিল তা ভয়াবহ। সঠিক পদক্ষেপ না নিলে আমেরিকায় মৃতের সংখ্যা দাঁড়াবে ২২ লক্ষ ও ইংল্যান্ডে ৫ লক্ষ৷ সরকার জানিয়েছে সামাজিক সংস্থান গুলো বন্ধ করা না হলে পরিমাণ বাড়তেই থাকবে। তাদের মতে ক্লাব, পাব,থিয়েটার সহ সমস্ত সামাজিক জনমিলন সংস্থানগুলিকে সম্পূর্ণ রূপে ব্যবহার বন্ধ করতেই হবে৷
গ্লোবাল হেলথ ও এপিডেমোলজির ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন জানিয়েছেন, রিসার্চ যে ফলাফল পাওয়া গিয়েছে তাতে সামনে আরো মর্মান্তিক কঠিন সময় পুরো বিশ্বের জন্যে অপেক্ষা করছে, আর সেই প্রভাব পড়তে চলেছে সামাজিক ব্যবস্থা ও অর্থনীতিতে।