whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনা নিয়ে ছড়াচ্ছে ভুয়ো খবর! বড়সড় পদক্ষেপ নিলো WhatsApp

সারা পৃথিবীর ত্রাস হয়ে উঠেছে এই করোনা ভাইরাস। গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এই ভয়াবহ জীবাণু ।এই জন্য বলি হয়েছে হাজার হাজার মানুষকে। আর এই কারনেই পৃথিবীর জুড়ে নানান সর্তকতা অবলম্বন…

Published By: Web Desk | Updated:
Advertisements

সারা পৃথিবীর ত্রাস হয়ে উঠেছে এই করোনা ভাইরাস। গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এই ভয়াবহ জীবাণু ।এই জন্য বলি হয়েছে হাজার হাজার মানুষকে। আর এই কারনেই পৃথিবীর জুড়ে নানান সর্তকতা অবলম্বন করার কথা বলা হচ্ছে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে ভারতের বহু রাজ্যের শপিংমল সিনেমাহল জিম সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।সব রকম শুটিং বন্ধ হয়ে গেছে।

আপনার জন্য নির্বাচিত

করনা ভাইরাসের সংক্রমনের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী চেয়েও ভয়ংকর বলে ব্যাখ্যা করেছেন তবে এর সঙ্গে আতঙ্কের পাশাপাশি ছড়িয়ে পড়ছে একাধিক গুজব আর ভ্রান্ত ধারণা। কি করা উচিত কি উচিত নয় সেই নিয়ে নানা মুনির নানা মত এর মত হাজারো কথা ভেসে বেড়াচ্ছে যার ফলে বিভ্রান্তে পরছেন মানুষেরা। এই পরিস্থিতিতে ভুল খবর প্রচার রুখতে উদ্যোগী হয়েছেন হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষ। আর এর জন্য 7 কোটি টাকা খরচ করেছেন সংস্থা।

WHO, UNICEF ও UNDP এর সাথে হাত মিলিয়ে CORONAVIRUS INFORMATION HUB নামে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করেছেন Whatsapp. এই ইনফর্মেশন হাব থেকে শিক্ষক স্বাস্থ্যকর্মী সামাজিক নেতা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলি স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীরা এই ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন। ভয়েস কল বা ভিডিও কলের মাধ্যমে কিভাবে দূরে থাকা আত্মীয় প্রিয়জনের সাথে যোগাযোগ রাখতে সক্ষম হবেন তা সবিস্তারে জানানোর ব্যবস্থা করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সারা বিশ্বের 45 টি দেশের 100 টি স্থানীয় সংস্থাকে ভুয়ো খবরের ছড়িয়ে পড়া ঠেকানোর দায়িত্ব দেওয়া হয়েছে।