নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

‘করোনা আসছে’ ২০১৩ সালে বলেছিলেন এই ব্যাক্তি! তবে কি এটা মানুষের তৈরি ভাইরাস?

পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সব প্রান্তে এখন একটি বিষয়ের ওপর মানুষের নজর। আর তা হলো নোভেল করোনা। যে মারণ ভাইরাসের কারণে মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। ইতিমধ্যে আক্রান্ত হয়েছে লক্ষাধিক মানুষ। ২০১৩ সালে ৩ জুন Marco নামের

Published By: Sangbad Safar Desk | Updated:

পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সব প্রান্তে এখন একটি বিষয়ের ওপর মানুষের নজর। আর তা হলো নোভেল করোনা। যে মারণ ভাইরাসের কারণে মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। ইতিমধ্যে আক্রান্ত হয়েছে লক্ষাধিক মানুষ। ২০১৩ সালে ৩ জুন Marco নামের একটি টুইটার একাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল এই ভাইরাসের কথা। পোস্টটিতে লেখা হয়েছিল (Corona virus…..its coming) করোনা ভাইরাস আসছে।

আপনার জন্য নির্বাচিত

সাত বছর আগে করা সেই পোস্ট বর্তমানে আবার ঘুরপাক খাচ্ছে। পোস্টটি দেখে নেটিজেনদের একাংশের প্রশ্ন, তবে কি করোনা ভাইরাস মানুষই তৈরি করেছে? অনেকে প্রশ্ন করছেন পোস্টটির সঠিক দিন নিয়ে। সত্যি কি এই পোস্টটি ২০১৩ সালের? করোনা ভাইরাস মানুষের তৈরি কিনা বা কোনো মানুষ নিজের ইচ্ছাতে ছড়িয়েছে কিনা তার সত্যতা জানা না গেলেও এটা সত্যি যে, এই পোস্টটি ২০১৩ সালের ৩ জুন এই তারিখেই করা হয়েছিল। কারণ টুইটারে আগের তারিখ দিয়ে পোস্ট করা যায় না।

এখন প্রশ্ন হচ্ছে, ওই ব্যক্তি কি সাত বছর আগে ২০২০ সালের এই করোনা ভাইরাসের কথা বলেছিলেন? করোনা ভাইরাস এই প্রথম নয় এর আগেও কোথাও কোথাও সামান্য সংখ্যায় ধরা পড়েছিল। তবে এত ভয়ানক রূপ নিয়ে নয়। সাধারণ জ্বর ও শ্বাসকষ্ট হলে তাকেও করোনা হিসেবে গণ্য করা হয়।