করোনায় আক্রান্ত হলে বাড়িতে থাকুন! এটা এমনিতেই সেরে যাবে! ইমরান খানের মন্তব্যে সমালোচনার ঝড় তুঙ্গে

Advertisement

চীনের উহান থেকে আক্রমণ শুরু মারণ ভাইরাস নোভেল করোনার। চীন থেকে খুব দ্রুত গতিতে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সূত্রানুযায়ী, সারা বিশ্বে এপর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি। যখন এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে মানুষকে কড়া সতর্কতা অবলম্বন করতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সহ গোটা বিশ্বের চিকিৎসকরা ঠিক তখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখ থেকে শোনা গেল অন্য রকম কথা।

Advertisements

চীন থেকে শুরু করে ফ্রান্স, ইতালি, স্পেন, আমেরিকার মত উন্নত দেশগুলিও কার্যত কাঁপছে এই মারণ ভাইরাসের আতঙ্কে। করোনার প্রকোপ থেকে বাদ পড়েনি পাকিস্তানও। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। আক্রান্তের সংখ্যা দুইশতাধিক।

Advertisements

এই পরিস্থিতিতে ইমরান খান বলেন, জ্বর, সর্দি, কাশি হলে হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতেই থাকুন। তার মতে, করোনা এক ধরনের ফ্লু। এই সমস্যার ৯৭ শতাংশ ক্ষেত্রে সেরে যায়। ৯০ শতাংশের মত সর্দি কাশির মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর মাত্র ৪-৫ শতাংশের ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়। ইমরান খানের এমন ম9মন্তব্যের পর সমালোচনায় ফেটে পড়েছেন নেটিজেনরা।

Related Articles