করোনার হাত থেকে বাঁচার দাওয়াই দিলেন বলি অভিনেত্রী ক্যাটরিনা! মানতে বললেন এই নিয়ম

কোরোনা ভাইরাসের আক্রমণ সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর দাবি চীনের বাইরে এই ভাইরাসের আক্রমণের পরিমাণ 17 গুণ দ্রুততার সাথে বেড়ে যাচ্ছে ।হু হু করে ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। সারা পৃথিবীর ত্রাস হয়ে উঠেছে এই করোনা ভাইরাস। গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এই ভয়াবহ জীবাণু ।এই জন্য বলি হয়েছে হাজার হাজার মানুষকে। আর এই কারনেই পৃথিবীর জুড়ে নানান সর্তকতা অবলম্বন করার কথা বলা হচ্ছে।যেমন বাইরে থেকে এসে সবসময় হাত ধোওয়া,বাইরে থাকলে স্যানিটাইজার ব্যবহার করা,মাস্ক ব্যবহার করা। এ পর্যন্ত গোটা বিশ্বে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লক্ষ 56 হাজার 948 জন ভারতীয় করোনা ভাইরাস এর আক্রান্তের সংখ্যা 107।
করনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে ভারতের বহু রাজ্যের শপিংমল সিনেমাহল জিম সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।সব রকম শুটিং বন্ধ হয়ে গেছে ।এরকমই 24th মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ক্যাটরিনার একটি সিনেমা ,নাম সূর্যবংশী। কিন্তু সংক্রমণ এড়াতে আপাতত মুক্তি স্থগিত রাখা হয়েছে ।আর এই বিষয়ে ক্যাটরিনাও নিজের ইনস্টাগ্রামে কিছু কথা শেয়ার করেছেন।
তিনিও জানিয়েছেন আগে মানুষের সুস্থতা কাম্য তারপর বিনোদন তো থাকবেই।এছাড়াও করোনার ব্যাপারে নিজের ভক্তদের সতর্ক করেছেন।ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন এবং এই পোষ্টের ক্যাপশনে তিনি ভক্তদের শরীর প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতে এবং করোনা কে এড়াতে শরীরচর্চা ও ধ্যানের পরামর্শ দিয়েছেন কারণ ব্যায়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ছবির ক্যাপশনে লিখেছেন চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন ভালো থাকুন ভালো রাখুন। এছাড়াও তিনি বলেছেন করোনাভাইরাস এড়াতে ভালো করে হাত ধোয়ার কথা,স্যানিটাইজার ব্যবহার করার কথা,যতসম্ভব বাড়িতে থাকা ইত্যাদি।