মারণ ভাইরাস করোনার থাবায় বিপর্যস্ত জনজীবন। বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে চীনা ভাইরাস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার আতঙ্কে যখন কাঁপছে গোটা বিশ্ব ঠিক সেই সময় রাজ্যে হানা দিয়েছে নতুন ভয় সোয়াইন ফ্লু।
সূত্রের খবর, রাজ্যে ইতিমধ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে দুই শিশু সহ মোট ১৩ জন। সোয়াইন ফ্লু প্রথম ধরা পড়ে মণিপুরের এক মহিলা এবং দুই শিশুর শরীরে। বর্তমানে তারা দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের সঙ্গে চিকিৎসা চলছে হুগলি জেলার বছর দশের এক কিশোরীর।
সরকারি এক চিকিৎসা আধিকারিক জানিয়েছেন, রাজ্যে এই পর্যন্ত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে মোট ১৩ জন, তাদের মধ্যে শহরের ১০ জনের রক্তের নমুনায় মিলেছে এই ভাইরাস। এর আগে গত সপ্তাহে সৌদি আরব থেকে ফেরা মুর্শিদাবাদের এক ব্যক্তির শরীরেও সোয়াইন ফ্লু ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালেই এখনো চিকিৎসাধীন রয়েছে ওই ব্যক্তি।