দেবপ্রিয়া সরকার : বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছে করোনা ভাইরাস। জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি সম্পর্কের মাঝেও দূরত্ব সৃষ্টি করছে এই মারন ভাইরাস। এবার এই ভাইরাসের আচঁ গিয়ে পড়ল ৩৫ বছরের দাম্পত্য জীবনে। যার জেরে কাটোয়ার বাসিন্দা অরুণ বাবু ছাড়পত্র পাচ্ছেন না ঘরে ঢুকবার।
গত ৬ ই মার্চ স্ত্রীর অমতে ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলেন অরুনবাবু। কিন্তু ১৩ তারিখে ফিরে বাড়ি ঢুকতেই বিপাকে পড়েছেন তিনি। ঘরে ঢোকার অনুমতি মিলল না অরুণ বাবুর। বাড়ি ঢুকতে গেলে অরুণ বাবুর স্ত্রী স্পষ্ট বলেন, ঘরে ঢোকার আগে করোনাভাইরাস নেগেটিভের রিপোর্ট দেখাও। স্ত্রীয়ের জেদের কাছে হার মানেন অরুন বাবু। ৩৫ বছরের দাম্পত্য জীবন বাঁচাতে অরুণ বাবু ছোটেন বেলেঘাটার আইডি তে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা করে জানিয়ে দেন তার কোনো ভাইরাস সংক্রমণ হয়নি।
কিন্তু তাতেও রেহাই মেলেনি তাঁর। বাড়িতে ঠাঁই হলেও ঘরে ঠাঁই হয়নি অরুণ বাবুর। সতর্ক স্ত্রী অরুণবাবুকে আপাতত সিঁড়ি নীচে এক চিলতে ঘরে থাকতে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সাবধানের মার নেই। সেজন্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে অরুণবাবুকে।